শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৭৭২৪, মৃত ৬৪৮

মহসীন কবির : [২]  ভারতে কোভিডে মোট আক্রান্ত হলেন ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন। আক্রান্তের সঙ্গে সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার শতাংশ। আনন্দবাজার

[৩]  ভারতে কোভিডে মোট ২৮ হাজার ৭৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১২ হাজার ২৭৬ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গিয়েছে তিন হাজার ৬৯০ জনের। দু’হাজার ৬২৬ জনের প্রাণহানি নিয়ে মৃত্যু-তালিকার তৃতীয় স্থানে তামিলনাড়ু। গুজরাতে দু’হাজার ১৯৬ জন প্রাণ হারিয়েছেন করোনার কারণে। কর্নাটক (১,৪৬৪), উত্তরপ্রদেশ (১,২২৯) ও পশ্চিমবঙ্গে (১,১৮২) মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে রোজদিন বেড়ে চলেছে। এর পর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (৭৫৮), মধ্যপ্রদেশ (৭৫৬), রাজস্থান (৫৭৭), তেলঙ্গানা (৪২৯), হরিয়ানা (৩৬৪), পঞ্জাব (২৬৩), জম্মু ও কাশ্মীর (২৬৩), বিহার (২১৭) ও ওড়িশা (১০৩)। বাকি রাজ্যগুলিতে মৃতের সংখ্যা এখনও ১০০ পেরোয়নি। তবে শেষ ক’দিনে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে দৈনিক মৃত্যু সংখ্যার বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।

[৪] আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন সাড়ে সাত লক্ষেরও বেশি মানুষ। অর্থাৎ মোট আক্রান্তের ৬৩ শতাংশই সুস্থ হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৪৭২ জন সুস্থ হয়েছেন। এক দিনের নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। এ নিয়ে মোট সাত লক্ষ ৫৩ হাজার ৪৯ জন করোনার কবল থেকে মুক্ত হলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়