শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবিউল আলম: কোরবানির কাঁচা চামড়া রপ্তানির দাবি কি যুক্তিসঙ্গত?

রবিউল আলম: করোনা মহামারির সুযোগে রাজনীতি মাধ্যমে রপ্তানির দ্বিতীয় খাত চামড়াকে গুলিয়ে ফেলা হচ্ছে। ইতোমধ্যে জাতীয় পার্টির সভাপতি জিএম কাদের কাঁচা চামড়া রপ্তানির দাবি করেছেন। সাবেক এই বাণিজ্যমন্ত্রী কি অভিজ্ঞতা থেকে এই দাবি তুললেন? কাঁচা চামড়া রপ্তানির জন্য আমরা অনেক দাবি করেছিলাম, টেনারি শিল্প উন্নয়ন চলাকালীন সময়, কাদের সাহেব তখন কারও কথাই শুনেননি। এখন হাজার হাজার কোটি টাকা ব্যয়ে শিল্প নগরী রপ্তানির জন্য প্রস্তুত। বর্জ্য ও পানি শোধনাগার সিইটিপি পরিপূর্ণ করে, রপ্তানির ছাড়পত্রের জন্য অপেক্ষায়। এই মুহূর্ত কাঁচা চামড়া রপ্তানির দাবি করা কি যুক্তিসঙ্গত? তার উপর কাঁচা চামড়া রপ্তানির কোনো প্রস্তুতি সরকার ও টেনারি শিল্পের মালিকদের নেই। বললে আর চাইলেই কাঁচা চামড়া রপ্তানি করা যায় না, এ কথা সাবেক বাণিজ্যমন্ত্রীর অজানা নয়। এমনিতেই চামড়া শিল্পের জন্য আধা সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। করোনার জন্য প্রশিক্ষণ বন্ধ। চামড়ার মূল্য নির্ধারণ, রপ্তানির ছাড়পত্রের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না।

ব্যর্থতার দায় একপক্ষকে দেওয়া যাবে না, কাঁচা চামড়ার রপ্তানির ছাড়পত্র দেবে কে, কোন দেশ কাঁচা চামড়া গ্রহণ করবে। মাননীয় সাবেক বাণিজ্যমন্ত্রী আপনার মতো অভিজ্ঞরা এ ধরনের আজবগুলি দাবি করে সরকারকে বিপদগামী করতে চাইলে, সাধারণ ও প্রতিহিংসা পরায়ন বিএনপি, জামায়াতের রাজনীতির ভাষা কি হবে। চামড়া নিয়ে ভাবনার জন্য এই সেক্টরের সঙ্গে যুক্ত, তাদের পরামর্শ গ্রহণ করুন। এই বিপদের দিনে চামড়া নিয়ে আমাদের কি করা দরকার এবং জরুরি মনে করলে। সরকারের কি করতে হবে, শিল্পের মালিকদের করনিয়, কাঁচা চামড়া, মৌসুমী ব্যবসায়ী, মাদ্রাসা, এতিমখানা সমন্বয় চামড়া রক্ষার পরিকল্পনা করতে হবে। যার যা দায়িত্ব, কঠোরভাবে পালন করতে হবে। মিডিয়ার ভূমিকা এখানে অনেক গুরুত্বপূর্ণ। আলোচনা ছাড়া কোনো সমস্যারই সমাধান হয় না। শেখ হাসিনার স্বপ্ন লেদার সেক্টর থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় মিথ্যে হতে পারে না। হতে দেবো না। কাঁচা চামড়া রপ্তানির পরিকল্পনা বাদ দিয়ে, রপ্তানির ছাড়পত্রের চিন্তা করুন। দক্ষিণ এশিয়ার কাঁচা চামড়া আমাদের আমদানি করতে হবে ২৫০টি টেনারী চালাতে হলে। বাংলাদেশের দুই কোটি পশুর চামড়া টেডিং করতে ৩০, ৩৫ টি টেনারি হলেই চলে। ২৫০/৩৫০টি টেনারী কাঁচা মাল আসবে কোত্থেকে। প্রতিটি মাদ্রাসা, এতিমখানায় কাঁচা চামড়ার লবন দেওয়া ব্যবস্থা করতে হবে।
লেখক : মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়