শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৩:৪৭ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাহ আমিরি: আমিরাতের মঙ্গল অভিযানের নেত্রী

আন্তর্জাতিক ডেস্ক: [২] ১২ বছর বয়সে সারাহ আমিরি এমন এক স্বপ্ন দেখেছিলেন মধ্যপ্রাচ্যের কোনো নারীর জন্য যা ছিল বাস্তবতাবর্জিত ৷ অবশেষে তার ‘নেতৃত্বেই’ আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গল অভিযান শুরু করেছে আরব আমিরাত ৷

মঙ্গলের পথে যাত্রা করেছে সংযু্ক্ত আরব আমিরাতের মহাকাশযান হোপ। একেতো লাল গ্রহে আরব বিশ্বের প্রথম কোন অভিযান তারউপর এর নেতৃত্বে আছেন এক নারী বিজ্ঞানী, তাই আগ্রহের মাত্রাটা একটু বেশি ছিল বিশ্ববাসীর।

সোমবার স্থানীয় সময় ভোর ৬ টা ৫৮ মিনিটে জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এই ঐতিহাসিক মহাকাশযান। মূলত মঙ্গলের বায়ুমণ্ডল সম্পর্কে আরো তথ্য জানতে এই মিশন পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে সিএনএন।

আরব গণমাধ্যমগুলো জানায়, সংযুক্ত আরব আমিরাতের মতো একটি ক্ষুদ্র উপসাগরীয় দেশের জন্য এ হবে এক অভাবনীয় সাফল্য। আর এই সাফল্যের পেছনের রূপকার এক নারী। তার নাম সারাহ আল-আমিরি। তিনি এমন মহাকাশের প্রথম চ্যালেঞ্জিং মিশনের বৈজ্ঞানিক দলের প্রধান।

আগামী বছর অর্থাৎ ২০২১-এর ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে ঢুকবে হোপ। তারপর দুই বছর ধরে মঙ্গলের চারপাশে ঘুরবে। মহাকাশযানের যন্ত্রপাতি মঙ্গলের উপরিভাগের আবহাওয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করে পাঠাবে।

বিবিস প্রতিবেদন থেকে জানা গেছে, সলিড রকেট বুস্টারটি সফলভাবে উৎক্ষেপণ যান থেকে পৃথক করা হয়েছে এবং মহাকাশযানটি দুবাইয়ের স্থল কেন্দ্রের সাথে দ্বিমুখী যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে।

আমিরাতের দাবি, তাঁদের এই মঙ্গল অভিযানের ফলে বিভিন্ন ঋতুতে লাল গ্রহের আবহাওয়া কেমন থাকে তা জানা যাবে। হোপ এ বিষয়ে পুরো তথ্য দেবে, যা আগে পাওয়া যায়নি। গত ১৪ জুলাই হোপের মহাকাশে যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য দুই বার উৎক্ষেপণ পিছিয়ে দিতে হয়।

সিএনএন জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মঙ্গলে পৌছুবে যখন সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকীর পূর্ণ হবে।

মিশনের বৈজ্ঞানিক দলের প্রধান সারাহ আল আমিরি বলেন, “রকেটটিকে সফলভাবে আকাশে উঠতে দেখে আমি অনেক উত্তেজিত এবং একই সাথে স্বস্তিদায়ক অনুভূতি পেয়েছি। ” তিনি এ ঘটনার সাথে ৫১ বছর আগে অ্যাপোলো ১১-এর চাঁদে অবতরণের সামঞ্জন্য খুঁজে পেয়েছেন। বলেন “সেসময় মার্কিন যুক্তরাষ্ট্রের চাঁদের অবতরণের প্রভাব সেদেশের জনগণের উপর যেমন ছিল তেমনি এই মিশনের প্রভাবও আমার দেশের জনগণের উপর একই রকম হবে।”

বিবিসি প্রতিবেদন থেকে আরো জানা গেছে, আরব আমিরাতের এ মিশনটি ছাড়াও এ মাসেই আরো দুটি মিশন রওনা দিতে যাচ্ছে মঙ্গলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়