শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখা ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১৪ হাজার টাকা জরিমানা

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :[২]  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক, মৌলভীবাজারের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বড়লেখা থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার (২১ জুলাই) মৌলভীবাজার বড়লেখা উপজেলার হাকালুকি রোড, কাঠাঁলতলী বাজার, বড়লেখা রোড, মৌলভীবাজার রোড, মাধবকুন্ড রোড, রমজানগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

[৩] উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, নিম্ন মানের হ্যান্ড সেনিটাইজার বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে খুচরা মূল্য না লেখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, ডেটলের দাম কেটে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাকালুকি রোডে অবস্থিত আলতাফ ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা, কাঠাঁলতলী বাজারে অবস্থিত মিতা মেডিকেল হলকে ৬ হাজার টাকা, বড়লেখা রোডে অবস্থিত ফরিদ এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত হিমাংশু ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, মাধবকুন্ড রোডে অবস্থিত হেলাল মেডিকেল হলকে ২ হাজার টাকা, রমজানগঞ্জ বাজারে অবস্থিত মা ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, খাদিজা ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

[৪] আজকের অভিযানে মোট ৭ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়