শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাক্ষাৎ

ইমরুল শাহেদ : [২] আন্তর্জাতিক বলয়ে চীনের প্রভাব বেড়ে যাওয়ার স্নায়বিক চাপ মাথায় নিয়েই মঙ্গলবার ডাউনিং স্ট্রিটের খোলা চত্বরের বাগানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে। এরপর তিনি সাক্ষাৎ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক র‌্যাবের সঙ্গে। টাইমস অব ইন্ডিয়া, ইউরোনিউজ

[৩] এই সাক্ষাতের এক ঘন্টা আগে হংকংয়ের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি বাতিল করে ব্রিটেন। এছাড়া হংকংয়ে চীন জাতীয় নিরাপত্তা আইন বলবৎ করার পর সাবেক এই ব্রিটিশ ভূখণ্ডের সঙ্গে অস্ত্র বিক্রির ব্যাপারটিও আটকে দেয় ব্রিটেন।

[৪] এ ব্যাপারে ব্রিটেনে চীনের রাষ্ট্রদূত লিউ শিয়াওমিং টুইটারের মাধ্যমে সতর্ক করে দিয়ে লিখেছেন, এজন্য দ্বি-পাক্ষিক সম্পর্কের পরিণতি ভোগ করতে হবে যুক্তরাজ্যকে। এই পক্ষেপের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাজ্যের হস্তক্ষেপকেই বুঝায় বলে রাষ্ট্রদূত মন্তব্য করেছেন।

[৫] এর আগে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং কানাডাও হংকংয়ের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি বাতিল করে।

[৬] টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পম্পেও ১০ নাম্বার ডাউনিং স্ট্রিটে পৌঁছাতেই তাকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

[৭] সাক্ষাতের শুরুতেই পম্পেও বলেন, ‘আপনাকে খুব সুন্দর লাগছে।’ মাথা নেড়ে জনসন বলেন, সামাজিক দূরত্বের জন্য নেওয়া পদক্ষেপকে কখনো কূটনৈতিক দূরত্বকে বুঝায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়