শিরোনাম
◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে পশুর হাটে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি, রয়েছে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

তাড়াশ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জের তাড়াশে প্রসিদ্ধ গুল্টা হাটে স্বাস্থ্যবিধি না মেনে চলছে পশু ক্রয়-বিক্রয়। করোনাভাইরাসের কোন রকমের তোয়াক্কা না করে দুপুর থেকে সন্ধ্যা অবদি ক্রয়-বিক্রয়ে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। অভিযোগ রয়েছে অতিরিক্ত খাজনা আদায়েরও। একটি ছাগল ক্রয়-বিক্রয়ে ৪০ টাকার স্থলে ৩০০ টাকা ও একটি গরু, মহিষ ক্রয়-বিক্রয়ে ২৪০ টাকার স্থলে আদায় করা হচ্ছে ৪৫০ টাকা। আর খাজনা রশিদে টাকার পরিমাণ না লিখে পরিশোধ লেখা হচ্ছে।

[৩] মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, গরু ও ছাগলের হাটে মানুষের ঢল। সেখানে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব, তাদের মুখে নেই মাস্ক।

[৪] ক্রেতা আব্দুর রশিদ, জামাল হোসেন, আবু হাসেম, কিসমত আলী ও বিক্রেতা সবুজ মিয়া, ইউসুব আলী, রাকিব হাসান জানান, আর মাত্র কয়েকদিন পর কোরবানীর ঈদ। পশু কেনা-বেচার জন্য হাটে তো আসতেই হবে। তবে তাদের অভিযোগ, সরকারি নিয়মানুযায়ী একটি গরু, মহিষ ক্রয়-বিক্রয়ে সর্বোচ্চ ২৪০ টাকা ও একটি ছাগল ক্রয়-বিক্রয়ে ৪০ টাকা খাজনা নেওয়ার বিধান রয়েছে। অথচ ইজারাদার একটি ছাগল ক্রয়-বিক্রয়ে ৪০ টাকার স্থলে ৩০০ টাকা ও একটি গরু/মহিষ ক্রয়-বিক্রয়ে ২৪০ টাকার স্থলে ৪৫০ টাকা পর্যন্ত খাজনা আদায় করছেন।

[৫] এদিকে গুল্টা হাটের ইজারাদার গিয়াস উদ্দিন এসব বিষয়ে তার বক্তব্য দিতে রাজি নন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাট-বাজার ইজারা বাস্তবায়ন কমিটির সভাপতি ইফ্ফাত জাহান বলেন, ইতোমধ্যে ইজারাদারকে শতর্ক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়