তাড়াশ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জের তাড়াশে প্রসিদ্ধ গুল্টা হাটে স্বাস্থ্যবিধি না মেনে চলছে পশু ক্রয়-বিক্রয়। করোনাভাইরাসের কোন রকমের তোয়াক্কা না করে দুপুর থেকে সন্ধ্যা অবদি ক্রয়-বিক্রয়ে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। অভিযোগ রয়েছে অতিরিক্ত খাজনা আদায়েরও। একটি ছাগল ক্রয়-বিক্রয়ে ৪০ টাকার স্থলে ৩০০ টাকা ও একটি গরু, মহিষ ক্রয়-বিক্রয়ে ২৪০ টাকার স্থলে আদায় করা হচ্ছে ৪৫০ টাকা। আর খাজনা রশিদে টাকার পরিমাণ না লিখে পরিশোধ লেখা হচ্ছে।
[৩] মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, গরু ও ছাগলের হাটে মানুষের ঢল। সেখানে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব, তাদের মুখে নেই মাস্ক।
[৪] ক্রেতা আব্দুর রশিদ, জামাল হোসেন, আবু হাসেম, কিসমত আলী ও বিক্রেতা সবুজ মিয়া, ইউসুব আলী, রাকিব হাসান জানান, আর মাত্র কয়েকদিন পর কোরবানীর ঈদ। পশু কেনা-বেচার জন্য হাটে তো আসতেই হবে। তবে তাদের অভিযোগ, সরকারি নিয়মানুযায়ী একটি গরু, মহিষ ক্রয়-বিক্রয়ে সর্বোচ্চ ২৪০ টাকা ও একটি ছাগল ক্রয়-বিক্রয়ে ৪০ টাকা খাজনা নেওয়ার বিধান রয়েছে। অথচ ইজারাদার একটি ছাগল ক্রয়-বিক্রয়ে ৪০ টাকার স্থলে ৩০০ টাকা ও একটি গরু/মহিষ ক্রয়-বিক্রয়ে ২৪০ টাকার স্থলে ৪৫০ টাকা পর্যন্ত খাজনা আদায় করছেন।
[৫] এদিকে গুল্টা হাটের ইজারাদার গিয়াস উদ্দিন এসব বিষয়ে তার বক্তব্য দিতে রাজি নন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাট-বাজার ইজারা বাস্তবায়ন কমিটির সভাপতি ইফ্ফাত জাহান বলেন, ইতোমধ্যে ইজারাদারকে শতর্ক করা হয়েছে।