শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেজোস সাবধান! এলন মাস্ক এখন বিশ্বের পঞ্চম ধনী

রাশিদ রিয়াজ : [২] গত সোমবার টেসলা ও স্পেস এক্স’র সিইও এলন মাস্কের সম্পদ ৭৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ফোর্বস বিলিওনারি সূচক এ তথ্য দিয়ে বলছে গত মধ্য মার্চ থেকে মাস্কের সম্পদ ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। আরটি

[৩] ৪৯ বছরের এই ব্যবসায়ী মার্চে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ৩১তম অবস্থানে ছিলেন। মোট সম্পদের পরিমান ছিল ২৫ বিলিয়ন ডলার। কিন্তু এখন তিনি মাইক্রোসফট সিইও স্টিভ বলমার ও বার্কশায়ার হাথওয়ের চেয়ারম্যান ওয়ারেন বাফেটকে টপকে গেছেন।

[৪] বেজোসের আগে শীর্ষ ধনীরা হচ্ছে ফেসবুকের মার্ক জাকারবার্গ (৯০.৩ বিলিয়ন), মাইক্রোসফটের বিলগেটস (১১৩.৪ বিলিয়ন), এলভিএমএইচ’এর বার্নাড আর্নল্ট (১১৩.৮ বিলিয়ন) এবং এ্যামাজনের জেফ বেজোস (১৮৯ বিলিয়ন ডলার)।

[৫] ফোর্বসকে এক ইমেইলে এ মাসের শুরুতে মাস্ক জানান, আমার অযত্নবান হওয়া ঠিক হয়নি। সম্পদ বাড়ে, কমে তারচেয়ে বরং সেই সব পণ্য তৈরি করা এক বিরাট ব্যাপার যা মানুষ ভালবাসে।

[৬] মাস্কের টেসলা বৈদ্যুতিক গাড়ি কারখানা এখন যুক্তরাষ্ট্রের ১০ম বৃহত্তম কোম্পানি হয়ে দাঁড়িয়েছে শেয়ারবাজারে মূল্যস্ফীতির কারণে।

[৭] এলন মাস্ক ২০১২ সালে ফোর্বসের তালিকায় মার্কিন কোটিপতি হিসেবে ৪’শ তম স্থান বেছে নেন। তখন তার সম্পদের পরিমান ছিল ২.৪ বিলিয়ন ডলার। এবছর পহেলা জানুয়ারিতে তার অবস্থান ছিল বিশে^র ৩২তম ধনী ব্যক্তি হিসেবে।

[৮] গত ২৯ জুনের পর টেসলা গাড়ির শেয়ার তিন সপ্তাহে ৬০ শতাংশ বৃদ্ধি পায়। এবছর তা তিনগুণ বেশি বৃদ্ধি পেয়েছে। টেসলা এখন বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কোম্পানি। বাজার মূলধন ৩০৪.৫ বিলিয়ন। ফোর্ড, ফেরারি, জেনারেল মোটরস, বিএমডব্লিউ ও টয়োটাকে ছাড়িয়ে গেছে টেসলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়