শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার ইউটিউবে নতুন সঙ্গীত শিল্পীর খোঁজে প্রতিযোগিতা

ফারজানা নদী:[২] ইউটিউবে শুরু হচ্ছে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘গানের গলার খোঁজে’।আয়োজক চ্যানেল সান বিডিটিউব।এ চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়,  কবি ও গীতিকার কামরুজ্জামান কামুর কথা ও সুরে, জনপ্রিয় মিউজিশিয়ানদের কম্পোজিশনে নতুন গানে কণ্ঠ দেয়ার সুযোগ পাচ্ছেন সংগীতপ্রিয় তরুণ-তরুণীদের। আয়োজকরা জানান, মূলত এটি ইউটিউব নির্ভর গানের শিল্পী খোঁজার একটি প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কোনো বয়সের মানুষ। তাদের মধ্যে যে কেউ হয়ে যেতে পারেন গানের ভুবনে আগামি দিনের তারকা।

[৩] কামরুজ্জামান কামুর লেখা বেশকিছু গান সুপার ডুপার জনপ্রিয়।দলছুটের সঞ্জীব চৌধুরীর গাওয়া ‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও- করি প্রেমের তর্জমা’ বা    ‘বায়োস্কোপের নেশায় আমায় ছাড়েনা’ কিংবা  রিক্সা কেন আস্তে চলে না’র মতো গানগুলো উল্লেখযোগ্য।

[৪] প্রাথমিক বাছাইয়ের আগে প্রতিযোগীকে প্রিয় যে কোনো একটি বাংলা গান খালি গলায় গেয়ে মোবাইল বা ক্যামেরায় ভিডিও ধারণ করে পাঠিয়ে দিতে হবে [email protected]এ। ভিডিওটির সঙ্গে দিতে হবে নাম-ঠিকানা ও মোবাইল নম্বর।আয়োজকরা জানান, শুধু বাংলাদেশ নয়, এ প্রতিযোগিতায় পৃথিবীর যেকোনো দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারেন। রাজধানী ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত ১০ জনকে প্রদান করা হবে বিশেষ পুরস্কার। তৈরি হবে ১০টি মনোমুগ্ধকর মিউজিক ভিডিও এবং তা ছড়িয়ে দেওয়া হবে সারাবিশ্বে। ভিডিও পাঠানোর শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০।

[৪] বিচারকদের প্রাথমিক বাছাই শেষে প্রতিযোগীর ভিডিওটি আপ্লোড করা হবে        সান বিডিটিউব’ ইউটিউব চ্যানেলে। দর্শকদের লাইক, কমেন্ট ও বিচারকদের রায়ে চূড়ান্তভাবে নির্বাচিত প্রথম ১০ জন পাবেন কবি কামরুজ্জামান কামুর নতুন গান গাওয়ার সুযোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়