শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাড়ির যন্ত্রাংশ দিয়ে কোভিড রোগির ভেন্টিলেটর বানালো আফগান তরুণীরা

দেবদুলাল মুন্না:[২] ‘অল গার্ল রোবটিক্স টিম’ নামের এই তরুণী দলের আবিষ্কার করেছে এ ধরণের ভেন্টিলেটর। এখন বাজারে পৌঁছানোর জন্য প্রস্তুত। মঙ্গলবার আফগানিস্তানের স্বাস্থ্য সচিব মির্জা ইয়াকুবাই এ তথ্য জানান। সিএনএন ও গালফ নিউজ

[৩] ‘অল গার্ল রোবটিক্স টিম’-এর ১৪ থেকে ১৭ বছর বয়সি এই কিশোরীরা একটি টয়োটা করোলা গাড়ির মোটর এবং হোন্ডা বাইকের একটি চেইন ড্রাইভ দিয়ে ভেন্টিলেটরের প্রোটোটাইপ তৈরি করেছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিজাইনে এবং হার্ভার্ড ইউনিভার্সিটির দক্ষ গবেষকদের পরামর্শ মেনে এই কাজটি করেছে তারা।

[৪] তারা বলছে, আদর্শ ভেন্টিলেটর পাওয়া না গেলে তাদের তৈরি ভেন্টিলেটর জরুরি পরিস্থিতিতে শ্বাসকষ্টের রোগীকে সাময়িক স্বস্তি দেবে। এটি বহন করাও অত্যন্ত সহজ, ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারিতে চলবে।

[৫] এই আফগান তরুণী দলের প্রধান সোমায়া ফারুকি বলেন, এই সময়ে চিকিৎসক-নার্সরা আমাদের নায়ক। তাঁরা প্রবল লড়াই করছেন দেশকে সুস্থ করতে। আমরা ওঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই প্রচেষ্টা দিয়ে একটি জীবন বাঁচাতে পারলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[৬] ৩ কোটি ৮৯ লাখ জনসংখ্যার আফগানিস্তানে মাত্র ৪০০টির মতো ভেন্টিলেটর রয়েছে। সরকারি হিসেবে, এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত প্রায় ৩৬ হাজার জন এবং মারা গেছেন প্রায় ১২০০ জন। তবে আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়