শিরোনাম

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা রুখতে শাহরুখের দ্বারস্থ আসাম পুলিশ

ডেস্ক রিপোর্ট : করোনার প্রকোপ ঠেকাতে বেশ বেগ পেতে হচ্ছে ভারতীয় প্রশাসনকে। বিশেষ করে মানুষের অসচেতনার কারণে এ ভাইরাসটি আরও দ্রুত ছড়াচ্ছে। এ সমস্যা সমাধানে এবার দেশটির আসাম রাজ্য পুলিশ বলিউড বাদশাহ শাহরুখ খানের দ্বারস্থ হলো। তবে তা একটু ভিন্নভাবে।

মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে রাজ্য পুলিশ তাদের টুইটারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তারকার সিগনেচার একটি পোজ ব্যবহার করেছে এবং সেটিতে তারা একটু ভিন্নতাও এনেছে। শাহরুখের দুই হাত ছড়িয়ে দাঁড়ানোর সেই আইকনিক পোজের একটি ছবিতে মুখে মাস্ক পরিয়ে দুই হাতের দূরত্ব ছয় ফুট দেখিয়ে সেটি পোস্ট করা হয়েছে আসাম পুলিশের অফিসিয়াল টুইটার পেজে।

পাশাপাশি পোস্টটিতে ব্যবহার করা হয়েছে শাহরুখ অভিনীত ‘বাজিগর’ ছবির সংলাপ। সেখানে লেখা, ‘সামাজিক দূরত্ব জীবন বাঁচাতে পারে... ঠিক যেমন এসআরকে বলেন, কাভি কাভি পাস আনে কে লিয়ে কুছ দূর জানা পরতা হ্যায়... অউর দূর জাকার পাস আনে ওয়ালে কো বাজিগর কহতে হ্যায়। ছয় ফুট দূরে থেকে বাজিগর হন!’যুগান্তর,প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়