মিনহাজুল আবেদীন : [২] তাদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তারা হলেন- উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে নুনু মিয়া (২৮) এবং একই গ্রামের আব্দুল মানিকের ছেলে জুয়েল আহমদ (২৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। পেশায় অটোরিকশাচালক।
[৩] উপজেলার তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস সোমবার বিকেলে তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
[৪] তিনি বলেন, নিহত ৩ জনের মধ্যে দুইজনের বাড়ি তালিমপুর ইউপির কাঞ্চনপুর এলাকায়। শুক্রবার তারা জুড়ীতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে জুড়ী থানা পুলিশ আমাকে জানায়, যে তারা ভারতে খুন হয়েছেন।
[৫] এদিকে নিহত বাংলাদেশিরা শনিবার রাতে সীমান্ত পেরিয়ে করিমগঞ্জের পাথরকান্দি অঞ্চলে বগরিজান চা-বাগানে এলাকায় যান। এ সময় স্থানীয় লোকজন গরুচোর সন্দেহে তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে শুরু হয় মারধর, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।