শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলের চারাবাড়ি ঘাট সেতুর এ্যাপ্রোচ ধসে যান চলাচল বন্ধ

অলক কুমার , টাঙ্গাইল : [২] শনিবার সকাল থেকে এ সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। এর ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন চরাঞ্চলের লক্ষাধিক মানুষ। ভাঙনের হুমকির মুখে রয়েছে সেতুটি।

[৩] জানা গেছে, টাঙ্গাইলের চরাঞ্চলের কাতুলী, হুগড়া, কাকুয়া, মাহমুদনগর আর নাগরপুরের ভাড়রা ইউনিয়নে লক্ষাধিক মানুষ এ সেতু দিয়ে চলাচল করে থাকে। সম্প্রতি নদীর প্রবল স্রোতে সেতুর অ্যাপ্রোচ ধস দেখা দেয়। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যান চলাচল বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। সেতুর এ্যাপ্রোচ ধস রোধে কোনো ব্যবস্থা না নেয়ায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ।

[৪] অপরদিকে সেতুর ওপারের ঘোষপাড়ায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙন ঠেকাতে ইতোমধ্যেই এক হাজার জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। তবে এতেও ভাঙন ঠেকানো সম্ভব না হওয়ায় নতুন করে আরও দুই হাজার জিও ব্যাগ ফেলার কাজ চলছে।

[৫] টাঙ্গাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. গোলাম আজম জানান, নদীতে পানি বৃদ্ধির ফলে সেতুর অ্যাপ্রোচ দেখা দিয়েছে।এখন স্থায়ী সংস্কার সম্ভব নয়। তবে সেতুতে যান চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ী ভিত্তিতে মেরামতের ব্যবস্থা নেয়া হচ্ছে।

[৬] টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন জানান, চারাবাড়ি সেতুর অ্যাপ্রোচ ধসসহ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। এলজিইডি আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছি। দ্রুতই ভাঙন কবলিত সেতুটি সংস্কার হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়