শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে আকস্মিক ভেঙে পড়লো শতবর্ষী বট গাছ, একনজর দেখতে ভীড় !

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : [২] জেলার চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের আরশাদ মাতুব্বরের ডাঙ্গী (নয়া ডাঙ্গী) গ্রামের প্রধান সড়কের পাঁশে পাশ্ববর্তী সদরপুর ও চরভদ্রাসন সীমানা ঘেঁষে শতবর্ষী এ বটবৃক্ষটি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শতবর্ষী এ বটবৃক্ষটি আজ সোমবার (২০ জুলাই) বিকালে হঠাৎ করে রাস্তার ওপর উপড়ে পরে যায়। এতে, পাশ্বর্বর্তী সদরপুর ও চরভদ্রাসনে সকল ধরনের যান-বাহন চলাচল বন্ধ হয়ে যায়।

[৩] এদিকে, শতবর্ষী বটবৃক্ষটি এক নজর দেখতে আশেপাঁশেরসহ দূর-দুরান্তের বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসে।

[৪] স্থানীয়রা জানান, এ বটবৃক্ষটি কালের সাক্ষী হয়ে দাড়িঁয়ে ছিলো। কেন যে আজ হটাৎ করে গাছটি নিজ থেকে একা একা ওঠে পড়লো বুঝতে পারছিনা। আবার, কেউ কেউ বলছেন, পানি বাড়ার কারণে গাছের গোড়া নরম হয়ে নিচ থেকে গোড়াসহ ওঠে পড়েছে। গাছটি হঠাৎ করে উপড়ে পরায় স্থানীয়দের মানুষের মাঝে এক অজানা রহস্য ও গুঞ্জন চলছে।

[৫] উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আজাদ নামের এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জানান, এটি অতি প্রাচীন বটবৃক্ষ। আমার অনুমান ইতোমধ্যে গাছটি শততম জন্মদিন পার করেছে। তিনি আরো জানান, এ বটবৃক্ষতলে কতদিন ক্লান্ত দুপুরে সুশীতল ছায়ায় বিশ্রাম নিয়েছি। স্থানীয়রা এর নীচে বাশ দিয়ে বেঞ্চ তৈরি করে দিয়েছেন। খাঁসেরহাট ও দেবনগড়হাটগামী মানুষজন যাতায়াতের পথে এবটবৃক্ষের নিচে বিশ্রাম নিতেন।

[৬] ওই গ্রামের বাসিন্দা মোতা মোল্যা জানান, ঐতিহ্যবাহী এ বটগাছটি আমি ছোট বেলা থেকে এমনি আকার-আকৃতি দেখে আসছি, তা ছাড়া আমাদের পূর্ব-পুরুষদের মুখে এ গাছটির ব্যাপারে নানান গল্প শুনেছি। এ গাছটির নিচে অনেক লোকের সমাগম ঘটতো, মাঝে মাঝে কারা যেনো গাছটির নিছে পুজোঁ-প্রার্থনাও দিতো।

[৭] জানা যায়, আরশাদ মাতুব্বরের ডাঙ্গী (নয়া ডাঙ্গী) গ্রামসহ আশেপাঁশের কয়েক গ্রামের মুরুব্বিরা দুর-দুরান্তের পথিকদের বিশ্রামের কথা ভেবে প্রধান সড়কটির পাঁশে প্রায় শত বছর পূর্বে এ বটগাছটি লাগিয়ে ছিলেন।

[৮] চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জেসমনি সুলতানা জানান, শুনেছি বটগাছটি বহুদিনের পুরোনো। এ বটগাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিলো। হঠাৎ করে এতো বড় বটগাছটি ভেঙ্গে পরায় অবাক লাগছে। শুনলাম গাছটি হঠাৎ করে আজ সোমবার বিকালে প্রধান সড়কের ওপর ভেঙে পরে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাই এবিষয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়