শিরোনাম
◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি: [২] জেলার শেরপুর উপজেলায় এক হাজার ৭০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার বিকাল ৫টায় শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

[৩] জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় সূত্রে জানা যায়, মানবিক পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নির্দেশনায় ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম, এর নেতৃত্বে রবিবার জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে শেরপুরের মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এক হাজার ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

[৪] গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ী হলো-শেরপুরের ভাটারা গ্রামের হামিদ শেখের ছেলে মেহেদী হাসান (২০) ও রাজেক আলীর ছেলে সজীব শেখ (২১) এবং মাদারীপুর জেলার লক্ষীপুর গ্রামের মৃত কিয়ামদ্দিনের ছেলে রাজিব ব্যাপারী (৩৪) এর মধ্যে রাজীব ব্যাপারীর নামে একাধিক মামলা রয়েছে।

[৫] বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম, এ প্রতিবেদ-কে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বগুড়ার বিভিন্ন যায়গায় মাদক সরবরাহ করে আসছিলো, তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে, আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়