মনিরুজ্জামান সুমন: [২] এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২৮ জন ও মারা গেছেন ৫ জন।
[৩] সোমবার সকালে ১১ টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৭১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে।
[৪] এর মধ্যে ৩১ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১৮ জনসহ সদর উপজেলার ২৩ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন ও দামুড়হুদা উপজেলার ৫ জন। তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও জেলা জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতিও রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২২ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৬ জন এবং ১৩৮ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৯৬ জন।