শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্যা মোকাবেলায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীর

আনিস তপন : [২] সোমাবার মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

[৩] পরে সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

[৪] মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় বন্যা দূর্যোগ মোকাবেলায় ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ক্রমাগত পানি বৃদ্ধির কারণে একদিকে যেমন জনদূর্ভোগ বাড়ছে, অপরদিকে পানির গতি বেশি থাকায় দূর্ঘটনার আশঙ্কাও আছে। তাই প্রশাসনসহ সবাইকে এই দূর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি ক্ষতির পরিমান নিয়ন্ত্রণে রাখা ও সুষ্ঠভাবে ত্রাণ বিতরণ যাতে হয় সে দিকে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন।

[৫] এদিন মন্ত্রিসভার নিয়মিত আলোচ্যসূচিতে প্রতিবছর ৪ জুনকে জাতীয় চা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাবকে অনুমোদন করা হয়েছে।

[৬] এছাড়া বৈঠকে কোম্পানি আইন ২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এক ব্যক্তির অধীনে কোম্পানি পরিচালনার ক্ষমতা যোগ করা হয়েছে। কোম্পানী অবলুপ্ত হলে পাওনাদার যেনো তার টাকা সহজে উদ্ধার করতে পারে সে বিষয়ে আইনে গাইডলাইন রাখা হয়েছে। তাছাগা অনলাইনে কোম্পানি রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে।

[৭] বৈঠকে ভিসা ও রিক্রুটমেন্টের জন্য আলাদা রিক্রুটিং এর লাইসেন্স নেয়ার বাধ্যবাধকতা রেখে ট্রাভেল এজেন্সি নিবন্ধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়