শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদাবাজী ও অপহরন মামলায় কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদ গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি ঃ [২]  চাঁদাবাজী ও অপহরন মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের বরখাস্তকৃত সাবেক সভাপতি আবু সাঈদকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশের সদস্যরা। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার যুগিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৩] গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আবু সাঈদ কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের এস.এম গোলাম হোসেন ওরফে ছোট খোকার ছেলে।

[৪] এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক ইউছুফ হোসেন জানান, কলারোয়া থানার চাঁদাবাজী ও অপহরন মামলার এজাহার নামীয় আসামী ও সংঘবদ্ধ অপরাধ চক্রের প্রধান আবু সাঈদ দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে যুগিখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, বিগত ২০১৮ সালের ৫ আগষ্ট কলারোয়া উপজেলার পাইকপাড়া গ্রামের জনৈক আহম্মদ আলীর বাড়ির পিছন থেকে আজগর আলীর ছেলে ওসমান আলী দালালকে আবু সাঈদসহ কয়েকজন অপহরন করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তারা তার কাছে এক লাখ টাকা চাাঁদা দাবী করে। এক পর্যায়ে ৩৫ হাজার টাকা চাঁদা গ্রহন করে তারা তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় অপহরনের শিকার ওসমান আলী দালালের বাবা আজগর আলী বাদী হয়ে অপহরনকারী আবু সাঈদসহ ৭ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় চাঁদাবাজী ও অপহরন মামলা দায়ের করেন। মামলা নং-১০, তারিখ-১২-০৮-২০১৮।

[৫] সাতক্ষীরার সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ আলী হায়দার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়