শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৭৩ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১২৯২৭

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ১০৭ জন ও ৬৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৯২৭ জনে।

[৩] সোমবার (২০ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ জন করোনায় আক্রান্ত রোগী।

[৪] সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৫ জন, সিভাসুতে ০০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫১ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৩ জন, শেভরণ ল্যাবে ৩২ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

[৫] ডা. সেখ ফজলে রাব্বি আরও বলেন, রোববার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮৬৯ টি। এর মধ্যে ১১৬ টি বিআইটিআইডিতে, ০০ টি সিভাসুতে, ২০৭ টি চমেকে, ১৭৪ টি চবিতে, ২৭১ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব,৮৫ টি শেভরণ ল্যাবে এবং ১৬ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

[৬] তবে চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে রোববার নমুনা পরীক্ষা হয়নি।

[৭] এদিকে উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬৬ জনের মধ্যে সাতকানিয়ার ২, আনোয়ারার ৪, চন্দনাইশের ৪, পটিয়ার ৪, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১৬, ফটিকছড়ির ৭, হাটহাজারীর ১৯, সীতাকুণ্ডের ১, মিরসরাইয়ের ৪ ও সন্দ্বীপের ২ জন আছেন।

[৮] শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করেছেন ২২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৫৮৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়