শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্যায় শেরপুর-জামালপুর মহা সড়কে যোগাযোগ বন্ধ

তপু সরকার হারুন : [২] শেরপুর জেলায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানির তোড়ে শেরপুর-জামালপুর মহাসড়কের পোড়ার দোকান ডাইভারশনের বেইলি ব্রিজের পাশের মাটি ধসে গত তিন দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

[৩] পানি উন্নয়ন বোর্ডের গেজরিডার মোস্তফা মিয়া জানান, আমাদের সময়ডটকম কে জানান রবিবার দুপুরে জানান পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি শেরপুর ফেরিঘাট পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেকোনো সময় তা বিপদ সীমা অতিক্রম করতে পারে।

[৪] ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির ফলে শেরপুর সদরের ৭ ইউনিয়ন, পৌরসভা একাংশ ও নকলা উপজেলার ২ ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। চরাঞ্চলের ৪০ গ্রামের অন্তত অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করায় চরপক্ষিমারী ইউনিয়নের কুলুরচর-বেপারিপাড়া ও নতুন চর এলাকা এবং চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী ও হাতিমারা এলাকার মানুষজন গবাদি পশু নিয়ে পাশের উঁচু স্থান ও প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।

[৫] জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত কামারেরচর ও চরপক্ষিমারী ইউনিয়নের বানভাসি মানুষের জন্য ৬ মেট্রিক টন করে ১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। কামারেরচর,চরপক্ষীমারী,চরমোচারিয়া ইউনিয়নে বানভাসি মানুষের মাঝে চাল-ডালসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়