শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় নতুন আক্রান্ত ৬৯জন, সুস্থ ৪১জন

বগুড়া প্রতিনিধি: [২] জেলা স্বাস্থ্য বিভাগ রোববার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ঘন্টায় নতুন করে ৬৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৪ হাজার ১২০জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২টি নমুনার মধ্যে ৪৪টি পজিটিভ এসেছে। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৫৩টি নমুনার মধ্যে ১৫টি পজিটিভ এসেছে।

[৪] তবে একই সময়ে ৪১জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ১৮ জুলাই পর্যন্ত মোট ২ হাজার ১০৬ জন করোনাকে জয় করেছেন। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হওয়ায় এ জেলায় মোট মৃত্যু ৭৯জন। ৬৯জনের মধ্যে বগুড়া সদরে ৪৩জন, আদমদীঘিতে পাঁচজন, দুপচাঁচিয়ায় সাতজন, কাহালতেু দুইজন, শেরপুরে তিনজন, শাজাহানপুরে, একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

[৫] বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা দেওয়া হবে। আক্রান্তদের মধ্যে কারও অবস্থা জটিল হলে তাদের হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়