শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ৩০ বছর মেয়াদী বন্ধকী ঋণের সুদ এই প্রথম ৩ শতাংশের নিচে

রাশিদ রিয়াজ : [২] ১৯৭১ সালের পর যুক্তরাষ্ট্রে এই প্রথম ৩০ বছর মেয়াদী বন্ধকী ঋণের সুদ দাঁড়িয়েছে ২.৯৮ শতাংশে। ফেডারেল রিজাভৃ সুদের হার প্রায় শূণ্যের কাছাকাছি নিয়ে যাওয়ায় এবং কোভিড পরিস্থিতির কারণেও বন্ধকী ঋণ হ্রাস হয়েছে বলে মার্কিন বিশ্লেষকরা বলছেন। ফক্স নিউজ

[৩] বন্ধকী বিনিয়োগকারী ফ্রেডি ম্যাক বলেন এত নিচু হার এর আগে কখনো দেখা যায়নি। গত ১৬ জুলাই তা ঐতিহাসিকভাবেই হ্রাস পেয়েছে। এর আগে ১৫ বছর মেয়াদী বন্ধকী ঋণের সুদ ১.৪৮ শতাংশে নেমে যায়। তবে ৫ বছর মেয়াদী বন্ধকী ঋণ সুদ ৩.০২ শতাংশে রয়েছে। এ হারও গত সপ্তাহে ৩.০৬ শতাংশ ছিল।

[৪] বিনিয়োগকারিরা আশা করছে বন্ধকী ঋণের সুদ কমে যাওয়ায় বাড়ি ক্রয়ে বিনিয়োগ চাহিদা বাড়বে। ব্যাংকও বাড়ি ক্রয়ে ঋণ দিতে উৎসাহী হবে।

[৫] কিন্তু কোভিডের কারণে ইতিমধ্যে ৫১ মিলিয়ন মার্কিন নাগরিক বেকার ভাতার আবেদন করার পর বাড়ি ক্রয়ে ক্রেতাদের আগ্রহ বাড়লেও তা কতটা বিনিয়োগ চাহিদা পূরণ করবে সে নিয়ে সন্দেহ পোষণ করছেন বিশ্লেষকরা।

[৬] তারা বলছেন কোভিড পরিস্থিতি মার্কিন অর্থনীতির বিপরীতে এক পাল্টা শক্তি হিসেবে দাঁড়িয়ে গেছে। অর্থনীতির গতি ফিরে পাওয়া আটকে যাওয়ায় কর্মসংস্থান ঝুঁকিতে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়