শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ আক্রান্তে জার্মানিকে টপকে ষোলোতম বাংলাদেশ

জেরিন আহমেদ: [২] কোভিড-১৯ নিয়ে রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত ১০ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪৫৯ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। তাতে সরকারি হিসেবে দেশে মোট করোনারোগী দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৫২৫ জন।

[৩] আক্রান্তদের মধ্যে সবশেষ চব্বিশ ঘণ্টায় ৩৭ জনসহ মৃত্যু হয়েছে ২ হাজার ৬১৮ জনের। নতুন করে ১ হাজার ৫৪৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১১ হাজার ৬৪২ জন। সুস্থ ও মৃত্যু বাদ দিলে দেশে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনা রোগী রয়েছে ৯০ হাজার ২৬৫ জন।

[৪] সবশেষ তথ্যানুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.১৪ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.৫৯ শতাংশ।

[৫] আক্রান্তের বৈশ্বিক তালিকায় জার্মানির উন্নতিতে সপ্তদশ স্থানে নেমে গেছে জার্মানি। ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, মধ্য পশ্চিম ইউরোপের দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২ হাজার ৫৭২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৬২ জনের, সুস্থ হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৮০০ জন। সুস্থ ও মৃত্যু বাদ দিলে জার্মানিতে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনা রোগী রয়েছে ৫ হাজার ৬১০ জন।

[৬] বাংলাদেশ থেকে প্রায় ১৪ হাজার বেশি আক্রান্ত নিয়ে পঞ্চদশ স্থানে আছে তুরস্ক। সূত্র: রাইজিং বিডি নিউজ, বিডি নিউজ, সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়