শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত সাকিবের বাবা

নিজস্ব প্রতিবেদক: [২] মরণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে দেশের ক্রিকেটে। ক’দিন আগে দেশের তারকা ক্রিকেটারদের পরিবারে লেগেছে করোনার ছোঁয়া। এবার সেই ভাইরাস ছুঁয়েছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিবের পরিবারে। করোনায় আক্রান্ত হয়েছে সাকিবের বাবা মাসরুর রেজা।

[৩] সাকিবের বাবা পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। বেশ কয়েকদিন যাবত তিনি জ্বরে ভুগছিলেন। এরপর সন্দেহ তৈরি হলে তিনি করোনা টেস্ট করান। আর তাতেই মিলে দুঃসংবাদ। কোভিড-১৯ টেস্টে পজিটিভ আসে রিপোর্ট। সেই সাথে সাকিবের মা শিরিনেরও টেস্ট করানো হয়েছে। তবে সেই রিপোর্ট এখনও হাতে পাননি তারা।

[৪] সাকিবের পরিবারের এক সূত্র থেকে জানা যায়, সাকিবের বাবা যে ব্যাংকে চাকরি করেন, সেই ব্যাংকে ৬-৭ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছিলেন। ধারণা করা হয় সেখান থেকে তার দেহে মিলেছে ক’রোনার উপসর্গ। আর এরপর তার করোনা টেস্টে আসে পজিটিভ।

[৫] এদিকে সাকিব আল হাসান তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে দ্বিতীয় সন্তানের বাবাও হয়েছেন সাকিব। তবে তার বাবা ব্যাংকে চাকরি করাতে তারা অবস্থান করছেন নিজ গ্রাম মাগুরাতে।

[৬] প্রসঙ্গত যে, মরণঘাতী এই ভাইরাসে ক’দিন আগে আক্রান্ত হয়েছিলেন মাশরাফি ও তার স্ত্রী সহ তাদের পরিবারের বেশ কয়েকজন। তবে তারা সবাই এখন করোনা থেকে মুক্তি পেয়েছেন। এর আগে তামিমের পরিবারেও লেগেছে এই ভাইরাসের ছোঁয়া। আক্রান্ত হয়েছিলেন তার ভাই ও টাইগার সাবেক ইকবাল এবং তার মা সহ কয়েকজন। তারাও সুস্থ হয়েছেন। আবার জাতীয় দলের ক্রিকেটার নাজমুল অপুও তার বাবা মাকে নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সবার মত তারাও সুস্থ হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়