শিরোনাম
◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাইয়ের ভারত-আফগানিস্তান-ওমান ম্যাচ সিলেটে

নিজস্ব প্রতিবেদক: [২] করোনা পরবর্তী সময়ে নতুন সূচীতে এশিয়ান ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো আবার অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে। বাংলাদেশের বাকি আর চারটি ম্যাচ। যার তিনটিই অনুষ্ঠিত হবে ঘরের মাঠে। জোর গুঞ্জন অনানুষ্ঠানিকভাবে এই তিন ম্যাচের জন্যই সিলেট জেলা স্টেডিয়ামকে নির্ধারন করা হয়েছে। ম্যাচের তারিখগুলো নির্ধারন হয়েছে আগে থেকেই।

[৩] তবে কোনোকিছুই এখনও চূড়ান্ত নয়। যার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিকভাবে ভেন্যু-সূচি-সময়সহ আনুষাঙ্গিক বিষয়ে জানতে চেয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামি ৩১ জুলাইয়ের মধ্যে এএফসিকে সবকিছু চূড়ান্ত করে জানাতে হবে।

[৪] এর মধ্যে বড় একটি বিষয় হলো ভেন্যু। আফগানিস্তানের বিপক্ষে ৮ অক্টোবরের ম্যাচটি নিশ্চিতভাবেই হতে যাচ্ছে সিলেটের মাঠে। কিন্তু, বাকি ম্যাচগুলোর ভাগ্যে কি আছে? উত্তর ইতিমধ্যেই নির্ধারন হয়ে গেছে। একই গন্তব্যের দিকে হাঁটছে ১২ এবং ১৭ নভেম্বর যথাক্রমে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত এবং ওমানের ম্যাচটিও। অর্থাৎ, দুটি কুড়ি একটি পাতার নয়নাভিরাম শহর সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইয়ের বাকি থাকা সবগুলো হোম ম্যাচ।

[৫] বাফুফের দায়িত্বশীল সূত্র এই ব্যাপারে নিশ্চিত করেছে এসএনপিস্পোর্টসকে। ঐ সূত্র জানায়, বিশ্বকাপ ম্যাচ আয়োজনে বাধ্যতামূলক হলো গ্যালারিতে চেয়ারসহ কিছু আনুষাঙ্গিক বিষয়। ফিফার সেই চাহিদাগুলো সংস্কারকাজে থাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম ও অন্যান্য স্টেডিয়ামে সম্ভব না। একমাত্র সিলেটেই এই চাহিদা পূরণ করা সম্ভব।

[৬] আগে থেকেই নির্ধারন হয়ে থাকায় আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ নিয়ে কোনো সন্দিহান। তবে ভারত-ওমান ম্যাচের জন্য সিলেট ভেন্যুকে ফিফার কাছ থেকে অনুমতি নেওয়া হবে। সম্ভবত সেপ্টেম্বরের শুরুর দিকে ফিফা-এএফসির পরিদর্শক টিম সিলেটের ভেন্যু পরিদর্শন করে অনুমতি দিবে। এমন খবর নিশ্চিতভাবেই সিলেটের ক্রীড়ামোদি দর্শকদের জন্য খুবই দারুণ কিছু। তবে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করবে কি না সেটি নিয়ে এখনও দোলাচল রয়েছে। সবকিছুই নির্ভর করছে পরিস্থিতির উপর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়