শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের দুুুই উপজেলায় পৃথক ২টি অভিযানে আটক ৩

রেজাউল করিম: [২] শনিবার সন্ধ্যায় গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জের শাহাজাদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের খজ্জনদিয়া ঈদগাহ মাঠের সামনে ও উল্লাপাড়া থানার ২নং বাংঙ্গালা ইউনিয়ানের আলীয়ারপুর গ্রামে পৃথক ২টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

[৩] গ্রেফতারকৃত আসামি ১। মো. সজিব শেখ (৩০), পিতা-মৃত-আবু সাইদ সুজা, সাং-দরগাপাড়া, থানা-শাহাজাদপুর, জেলা সিরাজগঞ্জ, ২। মো. জিল্লুর রহমান (৩৮), পিতা- মো. আবু সাইদ প্রামানিক, সাং-আলিয়ারপুর, ৩। মো. আনোয়ার হোসেন (৩২), পিতা-মৃত আলী আশরাফ ফকির, সাং-বানিয়াকৈর, উভয় থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।

[৪] র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানাায় জেলার শাহজাদপুর থানাধীন খজ্জনদিয়া ঈদগাহ মাঠের সামেনে ইয়াবা ও উল্লাপাড়া থানাধীন আলীয়ারপুর গ্রামের একটি বাড়ীতে গাঁজা ক্রয়-বিক্রয় করিতেছে।

[৫] এরই প্রেক্ষিতে উল্লেখিত ২টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত ২টি স্থানে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, মাদক কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ও ৪টি সিমকার্ড এবং পাঁচ হাজার দুইশত টাকা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

[৬] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সরনীর ১৯(ক) ধারায় পৃথক ২টি মামলা দায়ের করত, উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে স্ব-স্ব- থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়