শিরোনাম
◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: মানবিক পুলিশ পেতে হলে ভালো বেতনে সুশিক্ষিত মানুষ নিয়োগ দিতে হবে

কামরুল হাসান মামুন: গতকাল সংবাদটি পড়েছি আর তখন থেকে আর ভুলতে পারছি না। পুলিশের সোর্স-এর সাথে ১৭ বছরের স্কুলে পড়ুয়া এক কিশোরের সাইকেল চুরি হওয়া নিয়ে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সোর্স-এর সাথে সাদা পোশাকে থাকা পুলিশ ছেলেটিকে গ্রেফতার করতে গিয়ে ব্যর্থ হলে তারা ছেলেটির মা ও বোনকে ধরে নিয়ে যায়। ছেলেটির নিজের কর্মের জন্য মা ও বোনের উপর এমন নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আহারে ছেলেটি। খুব মায়া হচ্ছে ছেলেটির জন্য। একেতো সাইকেল হারিয়ে মন বিদ্ধস্ত তার উপর মা ও বোনকে এইভাবে সমাজের সামনে হেয় করা মানতে পারেনি। পুলিশের এহেন নির্মমতা কিছুতেই মানতে পারছি না।

রবীন্দ্রনাথ বলে গেছেন এই বয়সের ছেলেমেয়েদের মানসিক অবস্থার কথা। এই সময়টায় দ্রুত হরমোনের পরিবর্তন ঘটে। চিন্তা চেতনাগুলো মাত্র গড়ে উঠতে শুরু করে। সরকারি বাহিনীর ট্রেনিং-এ কি শেখানো হয়না যে এই বয়সের কিশোরদের সাথে কিরকম আচরণ করতে হবে? পুলিশের সোর্স নিয়ে অনেক অঘটনই নানা সময়ে পত্রিকা মারফত জেনেছি কিন্তু এটি কেন জানি মানতে পারছি না। পুলিশের এস আই পদটি আমার মতে বিসিএসের মাধ্যমে হওয়া উচিত যেন আরো শিক্ষিত এবং মানবিক এস আই পাই। বর্তমানে এস আইয়ের শিক্ষা এবং তাদের ক্ষমতা proportionate না। Too much power with too little knowledge is dangerous!

পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহিনী যারা জনগণের বন্ধু হওয়া উচিত। অন্যান্য বাহিনীর চেয়ে এটি ব্যতিক্রম কারণ তাদের কাজকর্ম একদম সরাসরি জনগণের সাথে। দেশকে ক্রাইমমুক্ত রাখতে পুলিশের ভূমিকা বলে শেষ করা যাবে না। দেশের তাদের কি ভূমিকা সেটা বুঝতে হলে একবার দেশকে পুলিশ ছাড়া কল্পনা করে দেখুন। একা পুলিশ বাহিনী যদি ইচ্ছে করে তাহলে দেশ থেকে মাদক ব্যবসা থেকে শুরু করে অনেক অপকর্মই সহনীয় লেভেলে নিয়ে আসতে পারে কিন্তু তার জন্য দরকার মানবিক পুলিশ। আর মানবিক পুলিশ পেতে হলে ভালো বেতনে সুশিক্ষিত মানুষদের এই বাহিনীতে নিয়োগ দিয়ে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়