শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে আলাউদ্দিন হত্যার অভিযোগে মামলা, আসামি ৭, আটক ১

নিজস্ব প্রতিবেদক : [২] যশোরের পূর্ব বারান্দীপাড়া লিচুতলা মালোপাড়ায় আলাউদ্দিন হত্যার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের পিতা আরবপুর কলুপাড়ার বাবুর বাড়ির ভাড়াটিয়া শুকুর আলী ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

[৩] আসামিরা হলো, ঝুমঝুমপুর কুমারপাড়ার রবিউল ইসলামের ছেলে শুভ (২৪), বারান্দীপাড়া টাউয়ার মোড়ের রাজ্জাকের ছেলে শাহারাজ (২৬), বারান্দীপাড়া মোল্লাপাড়ার শামীমের ছেলে শরীফ (২২), বদরুদ্দীনের ছেলে রিপন (৩০), শরিফের ছেলে রাজ বাবু (২৫), একই এলাকার বাপ্পী (২৭) এবং হেদায়েত (৩০)।

[৪] এদিকে এই হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি রিপনকে আটকের সংবাদ পাওয়া গেছে। কিন্তু পুলিশ আটকের কথা স্বীকার করলেও আটককৃত আসামির নাম জানায়নি। সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তুষার কুমার মন্ডল জানান, আটক আসামিকে নিয়ে অভিযানে আছি। অভিযান শেষ হলে নাম পরিচয় জানা যাবে।

[৫] এজাহারে উল্লেখ করা হয়েছে, শুকুর আলীর আরবপুর মোড়ে একটি খাবার হোটেল আছে। নিহত আলাউদ্দিন (২০) ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। শুক্রবার সকাল ৭টার দিকে একটি মোবাইল ফোন পেয়ে আলাউদ্দিন বাড়ি থেকে বারান্দীপাড়ার দিকে চলে যায়। সকাল ১০টার দিকে ওই এলাকার এ ওয়ান স্কুলের দক্ষিণ পাশে মদন কুমারের বাড়ির সামনে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। পরে ৬জন দুইটি মোটরসাইকেলে করে পালিয়ে। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য হত্যাকারীদের মধ্যে কয়েকজন একটি ইজিবাইকে করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে তিনি হাসপাতালে গিয়ে ছেলের লাশ দেখতে পান।

[৬] পুলিশের একটি সূত্রে জানাগেছে, ঘটনার সময় আসামি রিপন আহত আলাউদ্দিনকে একটি ইজিবাইকে করে হাসপাতালে নিয়ে যায়। পরে চালকের কাছ থেকে নিহতের পিতা সংবাদ পায়। পুলিশ রিপনকে আটক করেছে। তার কাছ থেকে বাকি আসামিদের নাম পরিচয় পেয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়