শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধরলা থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: [২] লালমনিরহাটের ধরলা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় সনাক্ত হয়েছে। মৃত শুভাশীষ রায় (৩৫) একজন ভারতীয় নাগরিক।

[৩] শনিবার দুপুরে পুলিশের পাঠানো ছবি দেখে তার ভাই ও পরিবারের স্বজনরা পরিচয় সনাক্ত করেছে।

[৪] এর আগে শুক্রবার বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটেরপাড় এলাকায় ধরলা নদী থেকে অজ্ঞাত হিসেবে তার মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।

[৫] মৃত শুভাশীষ রায় ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার শুভাষনগর এলাকার মৃত গোপাল চন্দ্রের ছেলে।

[৬] মৃতের পরিবারের বরাত দিয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক জানান, গত ১৬ জুলাই স্থানীয় জর্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন শুভাশীষ রায়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরী দল অনেক খোঁজা খুঁজি করেও তার সন্ধান মেলাতে পারেননি।

[৭] স্থানীয়দের খবরে গত শুক্রবার ভারতীয় সীমান্ত ঘেঁষা পাটগ্রাম উপজেলার ঘাটেরপাড় এলাকায় স্রোতে ভেসে আসা ধরলা নদী থেকে একটি মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ। পরে অজ্ঞাত এ মরদেহ ভারতীয় সন্দেহে ধরলার উজানে ভারতীয় পুলিশের কাছে মরদেহের ছবি পাঠায় পাটগ্রাম থানা পুলিশ। সেই ছবি দেখে শুভাশীষের মরদেহ সনাক্ত করেন তার পরিবার।

[৮] শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে ভারতীয় পুলিশের কাছে মৃত শুভাশীষ রায়ের মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি মোজাম্মেল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়