শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-৫ আসনের মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন হাবিবুর রহমান মোল্লা

সমীরণ রায়: [২] প্রয়াত হাবিবুর রহমান মোল্লার স্মরণ সভায় বক্তারা বলেন, হাবিবুর রহমান মোল্লা শুধু একজন রাজনীতিবিদই নয়। তিনি ছিলেন ঢাকা-৫ নির্বাচনী এলাকার একজন শ্রমিক বান্ধব ও শিক্ষানুরাগী। শুধু রাজনীতিক কর্মীই গড়ে তোলেননি, নির্বাচনী এলাকায় উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। প্রতিটি মানুষের সুখ-দু:খে সর্বদায় পাশে দাড়িয়েছিলেন। তার মানবতা-বহুমুখী কর্মকাণ্ডে এই এলাকার মাটি ও মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন।

[৩] তারা বলেন, ঢাকা-৫ আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উন্নয়ন ও শিক্ষা প্রসারে তার অবদান ছিল। মাদক-সন্ত্রাস নিমূলের মাধ্যমে এই এলাকায় শান্তি ফিরিয়ে এনেছিলেন তিনি। একাধিকবার এমপি নির্বাচিত হয়েও শেখ হাসিনার একজন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করতেন।

[৪] ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল বলেন, আমার পিতা হাবিবুর রহমান মোল্লা সব সময় নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করতেন। আমি আব্বার মতো নিজেকে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি।

[৫] শনিবার ডেমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ৬৯নং ওয়ার্ড কাউন্সিল হাজী সালাহদ্দিন আহমেদ আয়োজিত মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্বরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

[৬] এতে বক্তব্য রাখেন ৬৯নং ওয়ার্ড কাউন্সিল হাজী সালাহদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল ও কৌশিক আহমেদ জসিম, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হক,ডেমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.রমজান খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়