শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্সফোর্ডের ভ্যাকসিন হ্যাক নয় তৈরি করবে রাশিয়া, অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি

রাশিদ রিয়াজ : [২] আন্তর্জাতিক মিডিয়ায় খবর ওঠে যে রুশ হ্যাকাররা চেষ্ট করছে ব্রিটেনের কাছ থেকে কোভিড ভ্যাকসিট তৈরির পদ্ধতি হ্যাক করার। হ্যাকের সংবাদকে গুজব বলে রাশিয়া জানিয়েছে ওই ভ্যাকসিন কিনতে চুক্তি হয়েছে। স্পুটনিক

[৩] চুক্তির অর্থমূল্য সম্পর্কে কিছু জানা যায়নি। অক্সফোর্ড ইউনিভার্সিটির ফর্মুলায় কোভিড ভ্যাকসিন তৈরি করবে রাশিয়ার ড্রাগনির্মাতা সংস্থা আর-ফার্ম। অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরির নেপথ্য রয়েছে জেন্নার ইউনিভার্সিটি। এই ভ্যাকসিনের উৎপাদন ও বিপণনের দায়িত্বে রয়েছে ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রজেনেকা।

[৪] রাশিয়ার আর-ফার্মের বোর্ড চেয়ারম্যান অ্যালেক্সে রেপিক বলেছেন, অক্সফোর্ডের তৈরি ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) ভেক্টর ভ্যাকসিনের ফর্মুলাতেই কোভিড ভ্যাকসিন তৈরি করবে তাদের সংস্থা। এই ভ্যাকসিন তৈরির তত্ত্বাবধানে থাকবে অ্যাস্ট্রজেনেকা ও অক্সফোর্ডের সারা গিলবার্টের টিম। অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তির ভিত্তিতে ভ্যাকসিন তৈরির লাইসেন্স পেয়ে গিয়েছে আর-ফার্ম।

[৫] অক্সফোর্ডের ভ্যাকসিনের ডিজাইন করেছেন ভাইরোলজিস্ট সারা গিলবার্ট, অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড, টেরেসা লাম্বে, ডক্টর স্যান্ডি ডগলাস ও অধ্যাপক অ্যাড্রিয়ান হিল এবং জেন্নার ইনস্টিটিউটের গবেষকরা। শিম্পাঞ্জির শরীর থেকে নেওয়া কম সংক্রামক অ্যাডেনোভাইরাসকে নিষ্ক্রিয় করে এই ভ্যাকসিন ক্যানডিডেট তৈরি হয়েছে।

[৬] এদিকে মানুষের শরীরে কোভিড ভ্যাকসিনের তিন স্তরের ট্রায়াল শেষ হয়েছে বলে ইতিমধ্যেই দাবি করেছে রাশিয়ার সেচেনভ ইউনিভার্সিটি। চিফ সায়েন্টিস্ট এলেনা বলেছেন, গত ১৫ জুলাই স্বেচ্ছাসেবকদের শারীরিক পরীক্ষা করা হয়। ভ্যাকসিনের প্রভাব ইতিবাচক। কারও শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়ায় দেখা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়