শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পিরোজপুরসহ সারাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: [২]পিরোজপুরের নাজিরপুরে শিব মন্দিরের জমি ও তৎসংলগ্ন কথিত খাল বেদখলের অপচেষ্টার প্রতিবাদ করায় হিন্দুদের বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও ঢাকার দোহারসহ সারাদেশে সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর ওপর নির্যাতন, জমি দখল, হত্যা এবং হত্যা প্রচেস্টার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

[৩]শনিবার ১১ টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রমাণিক, সিনিয়র সহ সভাপতি প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, ঢাকা জেলার সভাপতি এডভোকেট উজ্জ্বল মন্ডল ও নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নির্জন কান্তি বিশ্বাস প্রমূখ।

[৪]মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ভাইরাসের মহা দূর্যোগে দেশবাসীসহ বিশ্ববাসী দিশেহারা। মানুষ আতঙ্কগ্রস্থ। প্রতিদিনই চলছে মৃত্যুর মিছিল। এই আতঙ্কের মধ্যেও মহা আতঙ্ক চলছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। গত সপ্তাহে মাদারীপুরে ২০০ বছরের পুরানো মন্দিরের জমি দখল করা হয়েছে। গত ১৫ জুলাই ঢাকার দোহারের জয়পাড়া এলাকায় তপন কর্মকার নামে এক স্বর্নকারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

[৫]পিরোজপুরের নাজিরপুরে মন্দিরের জমি দখল করার প্রতিবাদ করায় চার জন হিন্দুর বিরুদ্ধে গত ৯ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমুলক মিথ্যা মামলা দেয়া হয়েছে। হিন্দুদের বিরুদ্ধে এসব নির্যাতন, জমি দখল, হত্যা ও হয়রানি বন্ধ না করলে সারাদেশে বিক্ষোভ সমাবেশসহ গণআন্দোলন গড়ে তুলবে হিন্দু মহাজোট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়