শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদকাসক্ত পুলিশ সদস্যদের আত্মসমর্পণের নির্দেশ দিলেন ডিসি মোস্তাক আহমেদ

ইসমাঈল ইমু : [২] শনিবার মিরপুর আল-ওয়াফী কনভেনশন সেন্টারে কোভিড-১৯ প্রতিরোধে পুলিশ সদস্যদের করনীয় ও বর্জনীয় শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ আরো বলেন, যদি কোন পুলিশ সদস্য মাদকে আসক্ত থাকে তাদের তিনি বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করবেন।

[৩] তিনি বলেন, যদি কোনো পুলিশ সদস্য মাদাকাসক্তের সংবাদ পাওয়া যায় তবে যেকোন সময় ডোপ টেষ্ট করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া কোনো পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীর সাথে আর্থিক বা অন্য কোন ভাবে সম্পৃক্ত থাকে তবে তাকেও আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

[৪] কোভিড এড়াতে পুলিশ সদস্যদের নানা পরামর্শ দিয়ে মোস্তাক আহমেদ বলেন, ডিউটি শেষে সতর্কতার সাথে বাসায় প্রবেশ করতে হবে। যাতে বাসায় অবস্থানরত শিশু বা বৃদ্ধরা প্রাথমিক ভাবে সংস্পর্শে না আসে। শারীরিক শক্তি বৃদ্ধির জন্য কমপক্ষে প্রতিদিন ৩০ মিনিট শারীরিক ব্যয়াম/পরিশ্রম করার পরমর্শ দেন তিনি।

[৫] সবায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কনসালটেন্ট (করোনা টিম) ডা. মো. সালাউদ্দিন মোল্লা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মিরপুরে বিভাগের দারুস সালাম জোনের সিনিয়ার সহকারী কমিশনার মো. মিজানুর রহমান।

[৬] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরপুর বিভাগের সকল অতিরিক্ত কমিশনার, সকল জোনাল সহকারী কমিশনার, সকল অফিসার ইনচার্জ, সকল পরিদর্শক (তদন্ত), সকল পরিদর্শকসহ (অপারেশনস) মিরপুর বিভাগের সকল থানার বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্যরা। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়