শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্সফোর্ড ভ্যাকসিনের জন্য অ্যাস্ট্রোজেনকার সঙ্গে চুক্তি হয়েছে, প্রযুক্তি চুরির প্রশ্নই আসে না: রাশিয়া

আসিফুজ্জামান পৃথিল : [২] রুশ স্বাধীন ফান্ডের সিইও কিরিল দিমিত্রিভ এই চুক্তির কথা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ঘণিষ্ঠ বন্ধু জানিয়েছেন, তৈরি হয়ে গেলেই এই ভ্যাকসিন উৎপাদন করবে রাশিয়া। ডেইলি

[৩] দিমিত্রিভ জানান, এর বাইরেও দেশটি আলাদা একটি ভ্যাকসিন আবিষ্কারে গবেষণা করছে। যার সঙ্গে অক্সফোর্ডেরটির কোনও সম্পর্ক নেই। চলতি সপ্তাহেই ব্রিটিশ সরকার অভিযোগ করে, অক্সফোর্ড টিকার তথ্য চুরি করার চেষ্টা করছে রাশিয়া।

[৪] গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা অভিযোগ করে রুশ সরকার সমর্থিত গবেষকরা সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোভিড-১৯ এর চিকিৎসা সংক্রান্ত অ্যাকাডেমিক ও ফার্মাসিউটিক্যাল তথ্য চুরির চেষ্টা করছে।

[৫] রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এর সিইও কিরিল দিডমডত্রভ এর মতে, অ্যাস্ট্রোজেনকার সঙ্গে তার দেশের চুক্তি আছে। সেখানে এই ধরনের কথা মিথ্যা ছাড়া আর কিছুই নয়।

[৬] তিনি বললেন, অ্যাসস্ট্রোজেনকার সঙ্গে রুশ কোম্পানি আর-ফার্ম এর পূর্নাঙ্গ চুক্তি রয়েছে। এটি অনুমোদন হলেই আমাদের দেশে উৎপাদন শুরু হবে।

[৭] আর ফার্মের বোর্ড চেয়ারম্যান অ্যালেক্সি রিপেকও জানান, চুরির মতো কিছু নেই। যা হচ্ছে তা চুক্তি অনুযায়ীই হচ্ছে। তবে এই নিয়ে মন্তব্যে রাজি হয়নি অ্যাস্ট্রোজেনেকা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়