শিরোনাম
◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৯ কোভিড রোগীর চিকিৎসায় কুমিল্লার ফরটিস হাসপাতাল বিল করলো সাড়ে ৫ কোটি টাকা

মাহফুজ নান্টু : [২] কুমিল্লা সদরের আড়াইওড়া এলাকায় অবস্থান এএফসি হেলথ ফরটিস হার্ট ইন্সটিটিউট হাসপাতালের। সকলের কাছে এটি ফরটিস হাসপাতাল নামেই পরিচিত। কোভিড কালীন সময়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের আগ পর্যন্ত গত ১০ মে থেকে ৩ জুন পর্যন্ত সময়ের মধ্যে ২২ দিন ১৯ জন কোভিড রোগীকে চিকিৎসা দেয়া হয় ফরটিস হাসপাতালে।

[৩] অনুসন্ধানে জানা গেছে, কুমেক হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের আগ পর্যন্ত জেলা কোভিড প্রতিরোধ বিষয়ক মাল্টি সেক্টর কমিটি কোভিড রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি ফরটিস হাসপালটিকে অধিগ্রহণ করেছিলো। হাসপাতালটি ১৯ জন কোভিড-১৯ রোগীর চিকিৎসা দিয়েই এখন আইসিইউ-সহ আনুষাঙ্গিক স্থাপনা খরচ বাবদ ৫ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার ৫৮৭ টাকা বিল দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে।

[৪] ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে এই 'ভূতুরে' বিলটি দাখিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়। একই রোগীদের চিকিৎসা খরচ বাবদ ১২ লাখ ৭৫ হাজার ৬৩৬ টাকার বিল দাখিল করা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালকের কাছে। ফরটিস হাসপাতালের এমন 'ডাকাতি বিলকাণ্ডে' কুমিল্লা জুড়ে চলছে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে সকলের মধ্যে।

[৫] খোঁজ নিয়ে জানা গেছে, কোভিডকালীন সময়ে কুমেক হাসপাতালে আইসিইউ স্থাপনের আগ পর্যন্ত ২২ দিনে মোট ১৯ জন করোনা রোগীকে চিকিৎসা দেয়া হয় ফরটিস হাসপাতালে। এরমধ্যে ৪জন রোগী মারা যান। আর অপর ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেন। আর এতেই ওই ভূতুরে বিল তৈরি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও ফরটিস হাসপাতালে সকল চিকিৎসক, নার্স ও স্টাফ দিয়ে করোনা আক্রান্তদের আইসিইউ সেবা দিয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ফোরটিস হাসপাতাল কর্তৃপক্ষ শুধু তাদের আইসিইউ ইউনিটের ফ্লোর ও ইউটিলিটি সুবিধা ব্যবহার করার সুযোগ দিয়েছে মাত্র।

[৬] কুমেক সূত্র জানায়, ২২ দিনে ১৯জন কোভিড রোগীর চিকিৎসা বাবদ ১২ লাখ ৭৫ হাজার ৬৩৬ টাকা এবং ওই হাসপাতালের আইসিইউসহ অন্যান্য স্থাপনা বাবদ ৫ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার ৫৮৭ টাকা সরকারকে যদি পরিশোধ করতে হয়। এক্ষেত্রে, প্রতি রোগীর জন্য খরচ পড়বে প্রায় ৩০ লাখ টাকার মতো। আর এই ধরণের খরচ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি 'ডাকাতি বিলকাণ্ড'।

[৭] হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. সাঈদ আহমেদ জানান, আমরা ওই ১৯ জন করোনা রোগীকে চিকিৎসা দিয়েছি। যদিও এদের মধ্যে ৪ জন রোগী মারা গেছেন। আমরা তাদের চিকিৎসা, থাকা, ঔষধপত্র ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ ১২ লাখ ৭৫ হাজার ৬৩৬ টাকার বিল দাখিল করেছি কুমেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। আর এই হাসপাতালের একটি বড় কক্ষে ১০ বেডের আইসিইউ, ভেন্টিলেটর স্থাপনসহ আনুষাঙ্গিক খরচ বাবদ ৫ কোটিরও অধিক টাকা খরচ হয়েছে। এজন্য আমাদের হাসপাতালের ঢাকাস্থ প্রধান কার্যালয় থেকে এই খরচের বিলটি স্বাস্থ্য অধিদপ্তরে দাখিল করা হয়েছে বলে আমরা জেনেছি। বিষয়টি তাদরর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন বলে জানান তিনি।

[৮] শুক্রবার (১৭ জুলাই) এই প্রসঙ্গে জানতে চাইলে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, কুমেক হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের আগ পর্যন্ত ওই হাসপাতালটিতে ২২ দিনে মোট ১৯জন রোগীর চিকিৎসা হয়েছে। তবে রোগীদের ঔষধ, চিকিৎসা থেকে শুরু করে সব করা হয়েছে কুমেক হাসপাতাল থেকে। এরপরও ওই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সেবা বাবদ ১২ লাখ ৭৫ হাজার ৬৩৬ টাকা ও আইসিইউ-সহ আনুষাঙ্গিক স্থাপনা বাবদ প্রায় সাড়ে ৫ কোটি টাকার বিল দাখিল করেছে। যা একেবারেই অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য। আমরা দেশের এই ক্রান্তিকালে তাদের কাছ থেকে মোটেও এমনটা আশা করিনি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

[৯] কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, এক কথায় বলতে গেলে ফরটিস হাসপাতাল দিনদুপুরে ডাকাতির মতো ঘটনা করেছে। তাদের সঙ্গে যখন আমাদের ফরটিস হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়া বিষয়ে সিদ্ধান্ত হয় তখনও কর্তৃপক্ষের সাথে এমন কোনো চুক্তি বা কথা হয়নি। মাত্র ২০/২২ দিন তাদের আইসিইউ ইউনিটের ফ্লোর ও ইউটিলিটি সুবিধা ব্যবহার করার জন্য তারা এখন ৫/৬ কোটি টাকার মতো ভূতুরে বিল দাবি করছে। যা কোনোভাবেই মেনে নেয়া অসম্ভব। আমি ওই হাসপাতালের এসব অনিয়ম তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্টদের বলেছি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়