শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্ণবাদ ইস্যুতে ডু প্লেসি, কালোদের মূল্য না দিলে কারো জীবনের মূল্য নেই

স্পোর্টস ডেস্ক : [২] বর্ণবাদ ইস্যুতে সমগ্র বিশ্বে চলছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন ক্রিকেটাররাও। চলমান ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের চলমান টেস্টে দেখা গেছে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের নজির। কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের পাশাপাশি বর্ণবাদ ইস্যুতে এবারে প্রথম শেতাঙ্গ ক্রিকেটার হিসেবে মুখ খুললেন প্রোটিয়া ক্রিকেটার ফাফ ডু প্লেসি।

[৩] সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে কৃষ্ণাঙ্গ সতীর্থ লুঙ্গি এনডিগিকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেন ডু প্লেসি। এই ছবির মাধ্যমে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে প্রথম শ্বেতাঙ্গ ক্রিকেটার হিসেবে একাত্মতা প্রকাশ করলেন তিনি। যেখানে মূল বক্তব্য হিসেবে লিখেন, কোনও জীবনেরই মূল্য নেই, যতক্ষণ না কালোদের জীবনের মূল্য দিচ্ছি।

[৪] পোস্টে ডু প্লেসি লিখেন, গত কয়েক মাসে বিষয়টা অনুধাবনের চেষ্টা করেছি, নিজেদের লড়াইয়ের পথটা নিজেদেরই বেছে নিতে হবে। আমাদের দেশে এখন অনেক অবিচারই হচ্ছে। যেসব বিষয়ের দিকে জরুরি ভিত্তিতে মনোযোগ ও সেসবের সমাধান প্রয়োজন।

[৫] আমরা যদি কারো ব্যক্তিগত আক্রমণের অপেক্ষাতেই থাকি, তাহলে বিষয়টা এমন দাঁড়ালো- তোমার পথ বনাম আমার পথ। এমন পথের দিকে ধাবিত হলে আমরা কোথাও অগ্রসর হতে পারবো না। ৩৬ বছর বয়সী এই প্রোটিয়া ক্রিকেটার আর লিখেন, আমি আসলে বলতে চাইছি, কোনও জীবনেরই মূল্য নেই, যতক্ষণ না কালোদের জীবনের মূল্য দেওয়া হচ্ছে। পরিবর্তন আনতে কাজ করে যাওয়া উচিত এবং এটা মানি আর না মানি, আলাপ-আলোচনাই পরিবর্তনের মূল বাহন। - ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়