শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০৫:০৪ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগি শূন্যতায় কোভিড হাসপাতাল নিয়ে বিপাকে স্বাস্থ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ রোগে সংক্রমিতদের চিকিৎসার জন্য রাজধানীসহ দেশের প্রত্যেকটি জেলায় খোলা হয়েছে নির্ধারিত কোভিড হাসপাতাল। এসব হাসপাতালে আইসোলেশন সিটের সংখ্যা ১৪ হাজার ৭১৫ টি। আইসিইউ আছে ৩৭৬টি। হাসপাতালে আইসোলেশনে আছেন ৪ হাজার ৭৯ জন, আইসিইউতে আছেন ২১০ জন সর্বোমোট ৪ হাজার ২৮৯ জন। হাসপাতালের বেড খালি আছে ১০ হাজার ৬৩৬ এবং আইসিইউ খালি আছে ১৬৬টি।

[২] কুয়েত মৈত্রি হাসপাতালের পরিচালক ডা. সিহাব বলেন, তার হাসপাতালের ১৬৯টি শয্যা ও ১৬টি আইসিইউ আছে। রোগি ভর্তি আছে ১২৯ জন। মানুষ আগের থেকে সচেতন হয়েছেন। প্রাথমিক চিকিৎসা বাসায় করতে পারায় হাসপাতালে রোগির সংখ্যা কমেছে। বিশেষ সমস্যা না হলে কেউ এখন হাসপাতালে আসছে না। কোভিড চিকিৎসায় মানুষের আস্থা মোটেও কমেনি।

[৩] হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক ডা. মো মোরশেদ বলেন, ৪০০ শয্যার স্থানে রোগি আছে ১৪৫ জন। মুমূর্ষ অবস্থায় ছাড়া কেউ আসছে না। মানুষ সচেতন ও সাবধানী হওয়ায় সংক্রমন কমেছে। যারা আইসিইউতে ঢুকছে তাদের বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পরেছে।

[৪] এক প্রশ্নর উত্তরে মোরশেদ বলেন, এখনই বন্ধ করা যাবে না কোভিড হাসপাতাল। তবে অক্সোবর নভেম্বরে রোগের সংক্রমন কমে আসবে। তখন এত হাসপাতাল লাগবে না। তারপরও সব কিছু নির্ভর করে সরকারের নীতিনির্ধারকদের ওপরে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, কোভিড হাসপাতাল বন্ধ করে দেয়ার মত পরিবেশ এখনো আমাদের হয়নি। তাছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত নিবে নীতিনির্ধারকরা। এখন পর্যন্ত এ বিষয়ে মন্ত্রণালয় থেকে এমন কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। আমরাও এমন কিছু এখনো চিন্তা করিনি।

[৬] উল্টো সিদ্ধান্ত এমন হয়েছে, দেশের সব হাসপাতাল এখন একপাশ কোভিড অন্যপাশ নন কোভিড। আর ডেডিকেটেডগুলোও থাকবে। নতুন করে হাসপাতাল নেয়া বা বন্ধ করার বিষয়ে এখনো অনেক কিছু ভাবার আছে। সব হাসপাতাল পর্যবেক্ষণে আছে। মন্ত্রণালয় যদি নির্দেশনা দেয় তবে অধিদপ্তর তা বাস্তবায়ন করবে। তবে কোভিঢ হাসপাতাল বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়