শিরোনাম
◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০৪:২১ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক সংসদ সদস্য ও হুইপ মো. আশরাফ হোসেন মারা গেছেন

মনিরুল ইসলাম: [২] খুলনা-৩ আসনের সাবেক এই সংসদ সদস্য ও বিএনপির সংস্কারপন্থী নেতা মো. আশরাফ হোসেন (৮০) শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

[৩] শনিবার বাদ যোহর তার নামাজে জানাজা রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পরে কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

[৪] তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। ২৫ দিন আগে আশরাফ হোসেনকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হন। খুলনা-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আশরাফ হোসেন। তিনি এক সময় খুলনার শ্রমিক রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিএনপির রাজনীতি করলেও ২০০১-২০০৬ সাল পর্যন্ত অনেক সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারেননি। বিশেষ করে ২১ আগস্টের গ্রেনেড হামলার পরপরই তিনি বিএনপির রাজনীতির অনেক সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।। এর আগে বি চৌধুরীকে সরানোর উদ্যোগেরও তিনি বিরোধিতা করেন। দলেও তিনি বঞ্চনার শিকার হন। দীর্ঘদিন ভারপ্রাপ্ত মহাসচিব থাকার পর তার আশা ছিল তিনি মহাসচিব হবেন। তা হননি। অবশেষ তিনি ১/১১ পর বিএনপি থেকে সরে আসেন। সংস্কারপন্থী নেতা হিসেবে দল বহিষ্কার হন। পরে অনেককে দলে ফিরিয়ে নেওয়া হলেও তাকে নেওয়া হয়নি। অভিমানে তিনি রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে রাখেন। অন্য কোন দলেও যোগ দেননি। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়