শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে ৭০ বছরের নারীরা স্বামীসঙ্গ চান বেশি

রাশিদ রিয়াজ : [২] আয়ুষ্কাল বেড়ে যাওয়ায় ব্রিটিশ নারীরা ৭০ বছর বয়সেও স্বামীর প্রয়োজন বেশি মনে করছেন। কিন্তু বর্তমানে প্রাপ্তবয়স্কদের মধ্যে বিয়ের ইচ্ছে খুবই কম। ডেইলি মেইল

[২] ষোল বছরের বেশি এমন তরুণ তরুণীদের অর্ধেকই ইংল্যান্ড ও ওয়েলসে বিয়ে করতে চান না। ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স বলছে সব বয়সের নারী পুরুষের বিয়ের ইচ্ছে কমলেও ৭০ বছরের ব্যক্তিদের ক্ষেত্রে বিয়ের আগ্রহ বাড়ছে।

[৩] গত বছর ইংল্যান্ডে ২ কোটি ৩০ লাখ ১৫ হাজার ৯১৫ জন বিয়ে করেন অথবা এক সঙ্গে থাকছেন। দেশটির জনসংখ্যার ৫০.৬ শতাংশেরই বিয়ের বয়স হয়ে গেছে। একই বছর ওয়েলসে বিয়ের সংখ্যা ৪৮.৬ শতাংশ বা ১২ লাখ ৫৭ হাজার ৪২ জন যা আরো কম।

[৪] এক দশক আগের চেয়ে ব্রিটেনে পুরুষের ক্ষেত্রে বিয়ে হ্রাস পেয়েছে ১.৯ ও নারীদের ক্ষেত্রে ১.৪ শতাংশ। ৫০ থেকে ৬৯ বছর বয়সের নারী পুরুষের ক্ষেত্রে এ হার সাড়ে ৫ শতাংশ। অথচ ৭০ বছর হলেই এ হার বৃদ্ধি পেয়েছে ৫৪.৮ শতাংশে যা এক দশক আগের চেয়ে ৩.৮ শতাংশ বেশি।

[৫] গত বছর ১৬ থেকে ২৯ বছর বয়সের ব্রিটিশ তরুণ তরুণীদের ১০ জনের মধ্যে ৯ জনই অবিবাহিত ছিল। কারণ অধিকাংশই আইনী বাতাবরণের মধ্যে সম্পর্ককে জড়াতে চান না।

[৬] ফলে চিরকুমার কিংবা চিরকুমারীর সংখ্যা বাড়ছে। এক তৃতীয়াংশের বেশি যাদের বয়স ১৬ বা তারচেয়ে বেশি (১৫,৯২৫, ০২৭) তারা গত বছর একা ছিলেন। এদের মধ্যে ৮.২ শতাংশ ডিভোর্সি এবং সাড়ে ৬ শতাংশ বিধবা অথবা বিপত্নিক।

[৭] ৩৮.৩ শতাংশ পুরুষ ও ৩১.৮ শতাংশ নারী একা থাকেন। সেন্টার ফর এজিং এন্ড ডেমোগ্রাফিকের পরিচালক আমান্ডা শরফম্যান বলেন ১৬ বছরের বেশি বয়স এমন ব্রিটিশ নারী ও পুরুষের জনসংখ্যার গঠনে ধীর পরিবর্তন দেখা যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়