শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার হুয়াওয়ে’র কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা’

ডেস্ক রিপোর্ট : [২] এবার চীনের বিভিন্ন প্রযুক্তি কোম্পানির নির্দিষ্ট কিছু কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এর মধ্যে দেশটির জায়ান্ট টেলিকম কোম্পানি হুয়াওয়ে'র কর্মকর্তারাও রয়েছেন।

তবে ঠিক কোন কোন কর্মকর্তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হল তা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে উল্লেখ করা হয়নি হলে খবরে বলা হয়েছে।

[৩] প্রতিবেদনে বলা হয়েছে, 'বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন এবং অপব্যবহারে চীনা সরকারকে বিভিন্ন তথ্য সরবরাহের জন্য' কোম্পানির কর্মকর্তাদের ওপর ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বহুকাল থেকে বিশ্বের নিপীড়িত মানুষের আশার বাতিঘর, এবং নিশ্চুপ হয়ে যাওয়া মানুষদের কণ্ঠস্বর। বিশেষ করে আমরা চীনা কমিউনিস্ট পার্টির মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে হাতিয়ার।

[৪] এছাড়া আরও বলা হয়েছে, আজকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে চীনা কোম্পানির নির্দিষ্ট কর্মকর্তাদের ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, হুয়াওয়ের কিছু কর্মচারী চীনা কমিউনিস্ট পার্টিকে মানবাধিকার লঙ্ঘনে সহায়তায় তথ্য সরবরাহ করে।

[৫] সম্প্রতি উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের উচ্চ পদস্থ চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কয়েক মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন।

বর্তমানে দেশ দুইটির মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেইসঙ্গে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনার পারদ। ভয়েস অব আমেরিকা, ফোর্বস, জাস্টআর্থনিউজ, ইত্তেফাক, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়