শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, নতুন আক্রান্ত ২০

নোয়াখালী প্রতিনিধি: [২] এনিয়ে জেলায় করোনায় ৫৬ জনের মৃত্যু হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন আরও ২০ জনের করোনায় শনাক্ত করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

[৩] করোনায় মারা যাওয়া ওহাব সেনবাগ উপজেলার সেনবাগ পৌরসভার বাসিন্দা ও সেনবাগ বাজারের হোটেল ব্যবসায়ী।

[৪] জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হওয়ায় গত ১২ জুলাই হাসপাতালে নমুনা দেন ওহাব। ১৪ জুলাই ফলাফলে তার করোনা পজিটিভ আসে। পরে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। ১৫ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৬ জুলাই বিকেলে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হয়। এ নিয়ে উপজেলায় করোনায় মৃত্যুবরণ করলেন আটজন।

[৫] সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নতুন করে জেলায় আরও ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে জেলা সদরের পাঁচ, হাতিয়ার এক, বেগমগঞ্জের চার, সুবর্ণচরে তিন, সোনাইমুড়ীতে দুই ও কবিরহাট উপজেলার পাঁচজন আছেন।

[৬] জেলায় মোট আক্রান্ত দুই হাজার ৬৫৮ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৬৯২ জন ও আইসোলেশনে রয়েছেন ৯১০ জন। মোট আক্রান্তদের মধ্যে সদরে ৭৭৫, সুবর্ণচরে ১৮৫, হাতিয়ায় ৮০, বেগমগঞ্জে ৭১৮, সোনাইমুড়ীতে ১৪৫, চাটখিলে ১৫১, সেনবাগে ১২২, কোম্পানীগঞ্জে ১৮০ ও কবিরহাট উপজেলায় ৩০২ জন রয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়