শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক শ্রমিকদের জুলাই মাসের বেতন ২৫ তারিখের মধ্যে পরিশোধের দাবিতে টিইউসির বিক্ষোভ

শরীফ শাওন : [২] গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) আরও জানায়, বেতনের সমপরিমান ঈদ বোনাস দিতে হবে। এছাড়াও ছাঁটাই, নির্যাতন বন্ধ ও লে-অফ বা অন্য কোনোভাবে কারখানা বন্ধ না করে এবং চাকুরিচ্যুত শ্রমিকদের চাকুরিতে পুনর্বহাল করার দাবি জানায়।

[৩] শুক্রবার সকাল ১১টায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতারা এসকল দাবি উত্থাপন করেন।

[৪] সমাবেশে নেতারা বলেন, সরকার থেকে নামমাত্র বা সহজ শর্তে পাঁচ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার সময় শ্রমিকদের চাকুরিচ্যুত ও কারখানা লে-অফ করা হবে না মর্মে আশ্বাস দিয়েছিলো মালিকপক্ষ। পরে সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা করে লক্ষাধিক শ্রমিককে চাকুরিচ্যুত ও বেশকিছু কারখানা বন্ধ হয়েছে। আইনানুগ পাওনা দেওয়া হচ্ছে না। পাওনা প্রাপ্তির আন্দোলন করার ফলে মামলা-হামলা, হয়রানি করা হচ্ছে। গ্রেপ্তার করে কারাগারে আটক রাখা হয়েছে।

[৫] নেতারা আরও বলেন, আগ্রাসী নীতির ফলে দমননীতি চালিয়েই ক্ষান্ত হচ্ছে না মালিকপক্ষ। মহামারির সুযোগ নিয়ে দশ হাজার কোটি টাকা পেতে উৎগ্রীব গার্মেন্ট মালিকরা।

[৬] তারা সরকার ও মালিকদের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন, বোনাস-বেতন নিয়ে টালবাহানা করলে, শ্রমিকদের চাকুরিচ্যুত করলে তার দাঁত ভাঙা জবাব দেবে এদেশের শ্রমিক সমাজ। সার্বিক পরিস্থিতি মোকাবেলা করতে শ্রমিক-কর্মচারীদের প্রতিটি কারখানায় ও শিল্পাঞ্চলে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়