শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২১৭ কোটি টাকা ব্যয়ে ৪০ হাজার পরিবারকে সোলার প্রকল্প: প্রধানমন্ত্রীর অনুমোদন

চট্টগ্রাম প্রতিনিধি: [২] রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ৪০ হাজার পরিবারকে সৌরবিদ্যুৎ বিতরণ করবে সরকার। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে। তিন পার্বত্য জেলায় এসব সৌরবিদ্যুৎ বিতরণের লক্ষে ২১৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার। ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়।

[৩] সূত্র জানায়, সৌরবিদ্যুৎ প্রকল্পে তিন পার্বত্য জেলার দুর্গম ও দূরবর্তী এলাকায় বসবাসকারী ৪০ হাজার পরিবারকে বিদ্যুতের সুবিধায় আনতে সম্পূর্ণ বিনামূল্যে সৌরবিদ্যুৎ প্যানেল বিতরণ করা হবে। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ‘খ’ খন্ডের ১৯ ধারা মোতাবেক সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে। মন্ত্রণালয়টিতে উপজাতয়ীদের মধ্য হতে একজনকে মন্ত্রী নিয়োগ করেছে সরকার। মন্ত্রণালয়টির মাধ্যমে পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছে এ সরকার।

[৪] পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ ও দিক-নিদের্শনায় পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। প্রধানমন্ত্রী সব সময় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বিশেষ নজর দিয়ে রাখছেন। উল্লেখ্য, তার আগে তিন পার্বত্য জেলা সোলার প্রকল্প বরাদ্দ হয়েছিল।

[৮] গত বছর সোলার ব্যবহারকারীদের প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাৎ অভিযোগসহ মাঠ পর্যায়ে নানান ধরনে অনিয়ম সরেজমিন সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভুক্তভোগীসহ সকলের অভিযোগ বস্তুনিষ্ট হওয়ায় প্রতিবাদ দেওয়ার সাহস করেনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়