শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসি বললেন আমরা ব্যর্থ, শিরোপা রিয়াল মাদ্রিদের প্রাপ্য

স্পোর্টস ডেস্ক: [২] ২০১৭ সালের পর আবার স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের উৎসবে মেতেছে রিয়াল মাদ্রিদ। মাঝের দুই মৌসুমে লিগ সেরার মুকুট উঠেছিল তাদের চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনার মাথায়। দলটির সেরা তারকা লিওনেল মেসির মতে, এবার যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।

[৩] বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। তাতে এক ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে কুপোকাত হয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে তারা ২-১ ব্যবধানে হেরেছে ওসাসুনার কাছে। ৩৭ ম্যাচে ২৬ জয় ও আট ড্রয়ে রিয়ালের অর্জন ৮৬ পয়েন্ট। সমান ম্যাচে ২৪ জয় ও সাত ড্রয়ে বার্সার পয়েন্ট ৭৯।- ডেইলি স্টার

[৪] ম্যাচশেষে স্প্যানিশ গণমাধ্যমের কাছে মেসি বলেছেন, আমি যোগ্য দল হিসাবেই শিরোপা জিতেছে। করোনা বিরতি শেষে লিগ ফের চালু হওয়ার পর তারা খুবই ভালো করেছে। আর হ্যাঁ, আমরাও পয়েন্ট হারিয়েছি, যা আমাদের করা উচিত হয়নি। এই গ্রীষ্মজুড়ে আমাদের আত্ম-সমালোচনা করতে হবে এবং পেছনে ফিরে তাকিয়ে দেখতে হবে আমরা কী কী ভুল করেছি।

[৫] মৌসুমের দিকে ফিরে তাকিয়ে বলতে হয়, অবশ্যই রিয়ালের এটি (শিরোপা) প্রাপ্য। তবে অন্যান্য দলের দিকে না তাকিয়ে আমাদের নিজেদের দিকে ফিরে তাকাতে হবে এবং আমরা কোথায় কোথায় ভুল করেছি তা নিয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার রাতে আমরা ওসাসুনার বিপক্ষে যেভাবে খেলেছি, তাতে শিরোপা জেতা আসলে কঠিন। - মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়