শিরোনাম

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] শাহজালালের তৃতীয় টার্মিনালের ৬০ নির্মাণকর্মী কোভিড শনাক্ত

লাইজুল ইসলাম : [২] তবুও কাজ বন্ধ হয়নি একদিনও| কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেই এগিয়ে চলছে বিমানবন্দরটির কাজ। সংক্রমিতদের আলাদা রেখে সুস্থ্য রোগিদের জন্য আবাসন ব্যবস্থা করা হয়েছে।

[৩] বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, যেভাবে এগিয়ে যাচ্ছে কাজ তা অভাবনীয়। সময়মতো পদক্ষেপ নেওয়ায় এটি হয়েছে। প্রজেক্টের ভেতরেই থাকছেন অর্ধশতাধিক শ্রমিক। সব মিলিয়ে এক হাজার শ্রমিকের থাকার ব্যবস্থা করা হবে। এতে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। সংক্রমিতদের আলাদা রাখায় বেশির ভাগ শ্রমিকই ভালো আছেন।

[৪] প্রতিমন্ত্রী জানান, তারপরও যারা সংক্রমিত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রোগিদের আইসোলেশনের জন্য একটি হাসপাতালোর সঙ্গে চুক্তি হয়েছে। তারাই চিকিৎসা ব্যবস্থা দেখাশোনা করছে। এগুলো সবই করছে সংশ্লীষ্ট ঠিকদার প্রতিষ্ঠান। সরকার তাদের সহযোগিতা করছে মাত্র।

[৫] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, কোভিডের শুরুতেই কর্মীদের জন্য প্রকল্পের মধ্যে থাকার ব্যবস্থা করা হয়েছিলো। বাইরের যাতায়াত বন্ধ করতে এটি করা হয়েছে। এজন্যই কোভিডের কোনো প্রভাব পড়েনি কাজে। তারপরও ৬০ জন সংক্রমিত হয়েছেন। তাদের চিকিৎসা ব্যবস্থার করা হয়েছে। আশা করছি পরিকল্পনা অনুযায়ী বর্ষার আগেই মাটি কাটা ও পাইলিংয়ের কাজ শেষ হবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়