শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাইকার সাথে বাংলাদেশের ৮২ হাজার ২২৪ কোটি টাকার ঋণ চুক্তির প্রস্তুতি

সাইদ রিপন : [২] মেট্রোরেল লাইন ১ ও ৫ এ দুটি প্রকল্পে সহজ শর্তে ঋণ দিবে বাংলাদেশের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। প্রকল্প দুটি আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। বিশাল এ ঋণের সুদ হার হবে অবকাঠামো খাতের জন্য ১ শতাংশ। তবে স্বাস্থ্য ও সেবা খাতের জন্য সুদ হার যথাক্রমে দশমিক ৯ শতাংশ ও দশমিক এক শতাংশ। দশ বছর গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

[৩] ইআরডি সূত্রে জানা গেছে, বিভিন্ন প্যাকেজের আওতায় বাংলাদেশকে দেওয়া জাইকার এই ঋণ হবে সর্বোচ্চ। ইতোমধ্যেই দ্রুত সময়ে ঋণচুক্তি অনুষ্ঠিত হবে। এই বিষয়ে ইআরডি ও জাইকার মধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

[৪] ইআরডির যুগ্মসচিব (জাপান-আমেরিকা উইং) মোহাম্মদ আশরাফ আলী ফারুক বলেন, দুই মেট্রোরেলে জাপান ঋণ দিচ্ছে। তবে এখনও ঋণ চুক্তি হয়নি। আমরা ঋণ চুক্তির জন্য কাজ করছি। সবকিছু ফাইনাল করেই আপনাদের জানানো যাবে। সবকিছু চূড়ান্ত করার আগে কিছু মন্তব্য করা যাবে না।

[৫] যেসব প্রকল্পে ঋণ চুক্তি হওয়ার সম্ভবনা রয়েছে, মেট্রোরেল লাইন-১ এ জাইকা ঋণ দিবে ৩৩ হাজার ৯১৪ কোটি টাকা। মেট্রোরেল লাইন-৫ এ দিবে ৩০ হাজার ৭৫৬ কোটি টাকা। অন্যদিকে মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প-১ ও মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফায়ারড পাওয়ার প্রজেক্ট-৫ এ ৮৪ কোটি ডলার ঋণ দেবে দেশটি। বঙ্গবন্ধু বহুমুখী রেল সেতু প্রকল্পে মোট ব্যয় হবে ৯ হাজার ৭৩৪ কোটি টাকা। এ প্রকল্পে জাপানের উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান জাইকা ৭ হাজার ৭২৪ কোটি টাকা দেবে। এ প্রকল্পের ঋণ চুক্তিও অনুষ্ঠিত হবে। এছাড়া হেলথ সার্ভিস স্ট্রেংদেনিং প্রকল্পের আওতায় ৮ কোটি ডলারের ঋণ চুক্তি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়