শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলিদের প্রস্তুতি নিয়ে বিসিসিআই’র ভাবনায় বিদেশ

স্পোর্টস ডেস্ক : [২] প্রাণঘাতি করোনার কারণে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ টি-টোয়েন্টি বাতিল হলে সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিসিআই’র। এছাড়া ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় সিরিজ রয়েছে ভারতের। দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ও সিরিজকে সামনে রেখে খেলোয়াড়দের অনুশীলনের ব্যবস্থা করতে চায় বিসিসিআই।

[৩] ভারতে করোনাভাইরাসের সংক্রমন দিন-দিন বৃদ্ধি পাওয়ায় দেশের মাটিতে ক্রিকেট ফেরানো বা ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্পের ব্যবস্থা করতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ অবস্থায় বিদেশে অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা করছে বিসিসিআই। আর সেটি হতে পারে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

[৪] নিউজিল্যান্ডের সফরের পর থেকে ক্রিকেট থেকে দূরেই রয়েছে ভারত। যে কোন সিরিজ শুরুর আগে অন্তত ছয় সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প চায় ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। সামনে আইপিএল ও অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ফিটনেসকে ধরে রাখতে যথাযথ প্রস্তুতি দরকার কোহলি-রোহিতদের।

[৫] বিসিসিআই’র একটি সূত্র বলছে, মুম্বাইয়ে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে এবারের আইপিএল আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য সেখানে যদি ক্যাম্প করা যায়, তা খেলোয়াড়দের জন্যই ভালো হবে।

[৬] এদিকে সেপ্টেম্বরে নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজও বাতিল হতে পারে বলে গুঞ্জন উঠেছে। তবে সেটি হওয়ার প্রধান কারণ হতে পারে, আইপিএল।

[৭] ভারতে এখন পর্যন্ত (১৬ জুুলাই) ১০ লাখ ৫ হাজার ৬৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২৫ হাজার ৬০৯ জন মারা গেছেন। চিকিৎসা গ্রহণে ভালো হয়েছেন ৬ লাখ ৩৬ হাজার ৬০২ জন। এছাড়া দেশটিতে এখনো প্রতিদিনই নতুন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে।
-দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়