শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারীর গল্প নিয়ে টালিগঞ্জের ছবিতে প্রসেনজিৎ-জয়া

মুসফিরাহ হাবীব: [২] করোনাভাইরাস সংকটে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের গল্প নিয়ে তৈরি সিনেমায় কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে।

[৩] কলকাতার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘অসতো মা সদগময়’ শিরোনামে এ চলচ্চিত্রে মোট পাঁচটি চরিত্র থাকবে। মানবজীবন কীভাবে করোনাভাইরাসের আবহের কঠিন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলেছে, সেই গল্পই ফুটে উঠবে পর্দায়। জয়া আহসান এবং প্রসেনজিৎ ছাড়াও ছবির অন্য দুই চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ এবং অরুণ মুখোপাধ্যায়। তবে, পাঁচ নম্বর চরিত্রটি রহস্যে ঘিরে রেখেছেন নির্মাতা।

[৪] চলচ্চিত্রের গল্প নিয়ে পরিচালক ইন্দ্রদীপ বলেন, “কয়েকমাসে এই মহামারীর আমাদের মানসিকতায় কতটা পরিবর্তন এনেছে, জনজীবনে কতটা বদল এসেছে তা নিয়েই চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে।” ওদিকে, জয়া আহসান বলেন, “পরিচালক গল্প শোনানোর পর এর সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে পেয়েছি। মহামারীর এই সময়ে আমরা মানসিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। সবকিছু মিলে ছবিটি নিয়ে আমি আশাবাদী।”

[৫] শুটিংয়ের তারিখ নিশ্চিত হলেই কলকাতায় শুটিংয়ে যোগ দেবেন বলে জানান জয়া। এর আগে ‘রবিবার’ নামে একটি ছবিতে জয়া আহসান ও প্রসেনজিৎতকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে । এ ছবিটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়