শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্ট গ্রুপের এমডির ভায়রা গ্রেফতার, আদালতে প্রেরণ

এম এ হালিম, সাভার :  আশুলিয়া থেকে গ্রেপ্তার হওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের সীল ও স্বাক্ষরিত ব্যাংকের চেক বইয়ের ৪৮ টি পাতাসহ এমডি মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালালী ও তার চালক মাহামুদুলকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

[৩] শুক্রবার (১৭ জুলাই) দুপুরে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে ঢাকা আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১ এর একটি দল আশুলিয়ার নরসিংহপুরে অভিযানে চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার। এসময় তল্লাশী করে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের সীল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংকের ঢাকা গরিবে নেওয়াজ এভিনিউ শাখার চেক বইয়ের ৪৮টি পাতা পাওয়া যায়। উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল ও ২১২০ পিছ ইয়াবা।

[৩] গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দীন জালালী বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রুপসাদী গ্রামের মৃত ফকির সুলতান জালালীর ছেলে। প্রাইভেটকার চালক শরিয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্টনগরের ফয়জুল মাতবরের ছেলে।

[৪] এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়ার থানার এস আই কামরুজ্জামান জানান, র‌্যাবের দায়েরকৃত মাদক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দুইজনকে রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমাণ্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে অন্যান্য তথ্য জানা যাবে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়