শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদ কবির: সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হলে অনেক কিছুই সম্ভব

ফরিদ কবির:

করোনাভাইরাসের মতো একটা ভয়ংকর ভাইরাস এদেশে ঢোকার পর প্রথমেই দরকার ছিলো এই পরীক্ষাটা যাতে সহজলভ্য হয় তার ব্যবস্থা করা।
কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এটা নিজেদের হাতে রাখলেন!
কেন রাখলেন?
এই টেস্টের রিএজেন্ট কেনাকাটায় দুর্নীতি করার জন্য?
নাকি তারা বুঝেই উঠতে পারেননি, ঘটনাটা এমন লেজে-গোবরে হবে?
যদি বুঝেশুনে করে থাকেন, তাহলে তাদের কেন শাস্তির আওতায় আনা হবে না?
যদি না বুঝে করে থাকেন, তবে বুঝতে হবে, মন্ত্রণালয়ে যারা বসে আছেন, তারা কেউ এর যোগ্যই নন।
কিন্তু আমাদের সাংবাদিকদের, আমাদের সুশীলদের, আমাদের সোশাল মিডিয়ার পঙ্গপালদের দেখলাম না, এ বিষয়ে টুঁ শব্দটি করতে।
তারা একজন সাহেদের ভুড়ি ও জুতা, আর সাবরীনার জামাকাপড় নিয়ে ব্যস্ত!

যাই হোক, এখন দেশের লোকজনের উচিত আরো একটা পরীক্ষা যতো দ্রুত সম্ভব করে ফেলা। সেটা করোনার এন্টিবডি টেস্ট। যাদের এন্টিবডি পজিটিভ, করোনাভাইরাস তাদের কিছুই করতে পারবে না।
এদেশে এমন অনেক মানুষ আছেন, যাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়তো ঘটেছিলো। কিন্তু তারা সেটা টেরই পাননি। হয়তো তাদের শরীর আগেই এন্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। কারোর হয়তো অল্পবিস্তর লক্ষণ দেখা গেছে। কিন্তু তারা করোনাকে জয় করে ফেলেছেন!

করোনাকে যারা জয় করেছেন, তাদের শরীরে ভাইরাস সংক্রমণের পর এন্টিবডি তৈরি হয়ে যায়। এর পর এই ভাইরাসে তার শারীরিক বিপর্যয় হওয়ার সম্ভাবনা খুবই কম।
আর, এ কারণেই করোনা এন্টিবডি টেস্টটা সুলভ ও সহজলভ্য হওয়া দরকার। আর, তা হলে যাদের শরীরে এন্টিবডি আছে তারা অনেকটা নিশ্চিন্তেই যে কোনো কাজ স্বাভাবিকভাবে করতে পারবেন। আর, যাদের শরীরে এন্টিবডি নেই, তারা করোনা প্রতিরোধের নিয়মকানুনগুলো মেনে চলবেন। সাবধানে থাকবেন।

কিন্তু সরকার এ টেস্টটি করার ক্ষেত্রেও একটা 'নোকতা' লাগিয়ে রেখেছে। মানে, এ টেস্টটি করার জন্যও সরকারের অনুমতি লাগবে।
একবার ভাবুন, ডায়াবেটিস টেস্ট করতে সরকারি অনুমোদন লাগবে, ইনসুলিন দিতে হলেও সরকারি অনুমোদন লাগবে- ব্যাপারটা যদি এমন হয়, তাহলে বিষয়টা কতোটা ভয়াবহ হয়ে উঠতে পারে!

স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজন কি এখনো বেকুবই রয়ে গেলো, যে তারা বিষয়টা বুঝতেই পারছে না?
নাকি তারা সব ভয়ংকর ক্রিমিনাল!?
কোনটা?
আমাদের সাংবাদিকদের এসব বিষয়ে প্রশ্ন করতেই আমি দেখলাম না! ভারি অদ্ভুত! সাংবাদিকরা রাজি না হলে কোনো মিডিয়া চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজনদের প্রশ্ন করার জন্য আমাকে হায়ার করতে পারে।

যাই হোক, আমার প্রশ্ন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাকি লোকদের সরকার কবে ধরবে?

কেবল সাহেদ বা সাবরীনাকে ধরার পর যারা ভাবছেন প্রব্লেম সলভড, তারাও আরেক বেকুব। তাদের যারা মদদ দিয়েছে, অপরাধ করেও সমাজে মিশতে দিয়েছে তাদেরকেও ধরা হোক। বিশেষ করে, মন্ত্রী-আমলাদের।
একজন মন্ত্রী বা আমলা এ কথা বলেই পার পেতে পারেন না যে তিনি কিছুই জানতেন না! তিনি তো আর বাচ্চা ছেলে না!

এদেশে বাঙালিদের ৩০ শতাংশ নীরব দর্শক বা শ্রোতা
৪০ শতাংশ ক্ষমতাসীনদের চামচা
২৯ শতাংশ বেকুব।
বাকি ১ শতাংশ ছাগলের তিন নম্বর বাচ্চা, যেমনটা আমি!
শতকরা এই একজনের কোনো 'বেইল' নাই!

সোশাল মিডিয়া এখন যে কোনো মিডিয়ার চাইতে শক্তিশালী!
আপনারা সোচ্চার হলে অনেক কিছুই সম্ভব। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়