শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের আগ্রাবাদে এক যুবকের রহস্যজনক মৃত্যু

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় এক যুবকের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশের দাবি, আত্মহত্যা করেছে, এলাকাবাসীর অভিযোগ পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] পুলিশ দাবি করে, আসামি' ধরতে গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আসামি ভাইকে ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে এসে 'আসামির' বোন অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে পুলিশ তার মা ও বোনকে আটক করে নিয়ে গেছে ভেবে ওই 'আসামি' আত্মহত্যা করেছে। ওই 'আসামির' নাম সালমান ইসলাম মারুফ বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

[৫] স্থানীয় সূত্র জানিয়েছে, ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল খান সাদা পোশাকে 'আসামি' মারুফকে ধরতে আগ্রাবাদ বাদামতলী মোড়ে যান । এ সময় হাতাহাতিতে জড়ায় মারুফ। খবর পেয়ে মারুফের বোন ও মা ঘটনাস্থলে আসেন। তারাও পুলিশের সঙ্গে হাতাহাতি করেন মারুফকে ছাড়াতে। পুলিশের কাছ থেকে ছুটতে পেরে মারুফ পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মারুফের বোন অজ্ঞান হয়ে গেলে পুলিশ তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। পালিয়ে যাওয়া মারুফ তার মা ও বোনকে তার কারণে পুলিশ ধরে নিয়ে গেছে ভেবে আত্মহত্যা করে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের নির্যাতনে মারুফের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এদিকে এ ঘটনায় অভিযুক্ত ডবলমুরিং থানার এসআই হেলাল খানকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়